কবে ফ্লোরে যাবে আমির খান অভিনীত ‘মগুল’? জানালেন প্রযোজক ভূষণ কুমার

এই মুহূর্তে ‘লাল সিং চাড্ডা’-র পোস্ট প্রোডাকশন নিয়ে প্রচণ্ড ব্যস্ত আমির খান। তারওপর তিনি এখন কোভিড পজিটিভ। 'মগুল' কবে থেকে শুরু করতে পারবেন আভাস দিলেন প্রযোজক।

কবে ফ্লোরে যাবে আমির খান অভিনীত ‘মগুল’? জানালেন প্রযোজক ভূষণ কুমার
আমির খান
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 12:16 PM

টি-সিরিজ কোম্পানির প্রতিষ্ঠাতা গুলসন কুমারের বোয়াপিক নিয়ে বলিউডে তৈরি হচ্ছে ছবি। বছর দুই আগেই গুলসন কুমারের ছেলে প্রযোজক ভূষণ কুমার এই ছবির কথা ঘোষণা করেন। আমির খান গুলসন কুমারের ভূমিকায় অভিনয় করছেন। গত বছর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। আমির খানও ব্যস্ত হয়ে পড়েন ‘লাল সিং চাড্ডা’ নিয়ে।

বোয়েপিকের নাম ঠিক হয়েছে ‘মগুল’। কবে থেকে শুরু হচ্ছে ছবি? প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর ফ্লোরে যাবে ‘মগুল’। এই মুহূর্তে ‘লাল সিং চাড্ডা’-র পোস্ট প্রোডাকশন নিয়ে প্রচণ্ড ব্যস্ত আমির খান। তারওপর তিনি এখন কোভিড পজিটিভ। সব মিলিয়ে ছবি শুরু হতে পরের বছর। তবে ঠিক কোন সময়ে শুটিং শুরু করা সম্ভব তা জানাননি প্রযোজক।

View this post on Instagram

A post shared by T-Series (@tseries.official)

গুলসন কুমার নিজে এই ছবির চিত্রনাট্য লেখার কাজে যুক্ত। বাবকে নিয়ে বায়োপিক, স্বাভাবিকভাবেই ছেলে হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছেন তিনি। একটি সাক্ষাৎকারে ভূষণ কুমার বলেছেন, “লিখতে আমি ভালবাসি। কিন্তু পর পর এতগুলো ছবি পাইপ লাইনে থাকার জন্য লেখার সময় পাই না। কিন্তু এটা বাবার বায়োপিক বলে লেখার জন্য সময় বের করে নিয়েছি।”

ভূষণ কুমার জানিয়েছেন ২০২৩-এ ‘মগুল’ রিলিজ করার পরিকল্পনা করছেন তিনি।

আরও পড়ুন:আমির-মাধবনের পর এ বার করোনা আক্রান্ত মিলিন্দ সোমান