‘জিসম’ করার জন্য বিপাশাকে ‘পাগল’ ভাবা হয়েছিল
বিপাশা একটা সাক্ষাত্কারে এই ছবি করার সময়ের যে ঘটনা শেয়ার করেছেন, তা তাক লাগিয়ে দেওয়ার মতো। বিপাশার কথায়, ''আমার কেরিয়ারে যখন সেরা সময় চলছে, তখন এই ছবিটা আসে। সকলে আমাকে বারণ করেছিলেন এই ছবি করতে। সকলের মত ছিল, কেরিয়ারের সেরা সময়ে দাঁড়িয়ে অ্যাডাল্ট কনটেন্ট ছবি করার কোনও প্রশ্নই ওঠে না। ছাঁচে ফেলা হিন্দি ছবির নায়িকা হওয়ার কারণে দর্শকের মনে আমার যে ইমেজ তৈরি হয়ে গিয়েছিল, সেটা ভাঙতে বারণ করা হয়েছিল আমাকে। কিন্তু গল্পটা আমার পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম, ছবিটা করবই। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও সকলে আমাকে থামানোর চেষ্টা করেছিলেন। আমার ম্যানেজার বলেছিলেন, আমি পাগল হয়ে গিয়েছি।''

বিপাশা বসুর নতুন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওজন বেড়ে গিয়েছে নায়িকার। তাঁর শরীরের মেদ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারও মত, বিপাশার ওজন কমিয়ে ফেলা উচিত। আবার কারও মত, বিপাশার যেমন ইচ্ছা, তাঁকে সেরকম করে বাঁচতে দিলেই ভালো। আর এমন আলোচনাই মনে করাচ্ছে, বিপাশা অভিনীত ‘জিসম’-এর স্মৃতি।
বিপাশা একটা সাক্ষাত্কারে এই ছবি করার সময়ের যে ঘটনা শেয়ার করেছেন, তা তাক লাগিয়ে দেওয়ার মতো। বিপাশার কথায়, ”আমার কেরিয়ারে যখন সেরা সময় চলছে, তখন এই ছবিটা আসে। সকলে আমাকে বারণ করেছিলেন এই ছবি করতে। সকলের মত ছিল, কেরিয়ারের সেরা সময়ে দাঁড়িয়ে অ্যাডাল্ট কনটেন্ট ছবি করার কোনও প্রশ্নই ওঠে না। ছাঁচে ফেলা হিন্দি ছবির নায়িকা হওয়ার কারণে দর্শকের মনে আমার যে ইমেজ তৈরি হয়ে গিয়েছিল, সেটা ভাঙতে বারণ করা হয়েছিল আমাকে। কিন্তু গল্পটা আমার পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম, ছবিটা করবই। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও সকলে আমাকে থামানোর চেষ্টা করেছিলেন। আমার ম্যানেজার বলেছিলেন, আমি পাগল হয়ে গিয়েছি।”
কিন্তু ছক ভেঙে বিপাশা যে কেরিয়ারে অনেকটা উন্নতি করেছিলেন, তা নিয়ে সংশয় নেই। যদিও গত দশ বছরে বলিউড থেকে একেবারেই হারিয়ে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর চেহারার যা ধরন, তাতে নিয়মিত অভিনয়ে ফিরতে চাইছেন না এখনই, সেটা বোঝা যাচ্ছে। বাঙালি দর্শকরা অবশ্য বিপাশার কাজ দেখার সুযোগ হারাতে চান না আজও। নায়িকা কবে বাংলায় আবার ছবি করবেন, সেই প্রশ্নও আসে তাঁর কাছে।
