আজ অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। ৪০-এ পড়লেন তিনি। বয়স নিয়ে কোনওকালেই ছুঁৎমার্গ নেই তাঁর। লুকোছাপা করেননি। বরং স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন মনের ভাব। মাত্র ১৮ বছরে বিয়ে, দুই বছরের মধ্যে বিচ্ছেদ, কেরিয়ার, কাজ, সব কিছু সামলে আজ তিনি প্রতিষ্ঠিত। টলিউডের গণ্ডী পার করে বলিউডেও সাম্রাজ্য বিস্তার করেছেন তিনি। জন্মদিনে জেনে নিন স্বস্তিকা মুখোপাধ্যায় সম্পর্কে কিছু না জানা তথ্য।