অজয়কে জোরে চিমটি,মহাষ্টমীতে রেগে আগুন কাজল! ভাইরাল ভিডিয়ো
Kajol: নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজো এখন মুখোপাধ্যায় বাড়ির পুজো। সারা বছর প্রিয় নায়ক-নায়িকাদের দেখা না পেলেও বলিপাড়ার তাবড় তাবড় অভিনেতাদের দেখা পাওয়া যায় এখানে পুজোর চার দিনে। আর এই পুজোতেই সক্রিয় ভূমিকা পালন করেন রানি মুখোপাধ্যায় এবং কাজল। মায়ের পুজোর তত্ত্বাবধান করতে দেখা যাচ্ছে কাজলকে।
নর্থ বম্বের সার্বজনীন দুর্গাপুজো এখন মুখোপাধ্যায় বাড়ির পুজো। সারা বছর প্রিয় নায়ক-নায়িকাদের দেখা না পেলেও বলিপাড়ার তাবড় তাবড় অভিনেতাদের দেখা পাওয়া যায় এখানে পুজোর চার দিনে। আর এই পুজোতেই সক্রিয় ভূমিকা পালন করেন রানি মুখোপাধ্যায় এবং কাজল। মায়ের পুজোর তত্ত্বাবধান করতে দেখা যাচ্ছে কাজলকে।
কখনও কখনও আবার দেখা যাচ্ছে পুজো মণ্ডপে চেঁচামেচিও করছেন কাজল। ২০২৩ সালের দুর্গাপুজোয় কাজলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল সিঁড়ি থেকে আচমকাই তাঁকে পড়ে যেতে। তবে ২০২৪ সালেও যে তার অন্যথা হয়েছে তেমনটা নয়। এ দিনও এক আত্মীয়র সঙ্গে কথা বলতে গিয়ে আর একটু হলেই পড়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তবে এটা ছাড়াও ২০২৪ সালের দুর্গাপুজোয় কাজলের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে।
View this post on Instagram
দুর্গাষ্টমীর দিন তো রীতিমতো মেজাজ হারিয়েছিলেন তিনি। দর্শনার্থীদের উপর খুব চিত্কার করেন নায়িকা। যে ভিডিয়ো ফ্রেমবন্দি হতেই নিমেষে ভাইরাল হয়েছে। দর্শনার্থীদের অনেকেই জুতো পরে মণ্ডপের মধ্যে প্রবেশ করেছিলেন। যা দেখে খুবই রেগে যান কাজল। চেঁচামেচি করে জুতো খোলার কথা বলেন। এই ভিডিয়ো নিয়েই হুলুস্থুল কাণ্ড নেটপাড়ায়।
View this post on Instagram
শুধু কি তাই এ দিন স্বামী অজয় দেবগণের সঙ্গে ছবি তুলতে গিয়ে যা কাণ্ড করলেন অভিনেত্রী তা দেখে তো সকলের চোখ কপালে। পাশাপাশি দাঁড়িয়ে জোরে চিমটি কাটলেন অজয়ের হাতে। যা চোখ এড়ায়নি ছবি শিকারীদের। সঙ্গে সঙ্গে ছবি তুলে ফেলেন তাঁরা। তবে সেটা যদিও খুব একটা বড় ব্যাপার না। আসলে কাজলেরর কাঁধে হাত রেখে ক্যামেরার সামনে সঠিক পোজ দেওয়ার জন্যই কাজটি করেছেন অভিনেত্রী। তবে চলতি বছরের পুজোয় চারিদিকে শুধুই কাজলের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।