AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: ‘তারে জ়়মিন পার’-এর পর ‘সিতারে জ়মিন পর’ মুক্তি পাবে আমিরের; কী আছে সেই ছবিতে?

Sitaare Zameen Par: 'লাল সিং চাড্ডা' মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। তারপর থেকেই মানসিকভাবে খুব ভেঙে পড়েন আমির। এবার তিনি ফিরতে চাইছেন ধামাকা নিয়ে। নিজের প্রযোজনা সংস্থা থেকে তৈরি করছেন 'সিতারে জ়মিন পর'। আমির কি পারবেন তাঁর হারিয়ে যাওয়া মিস্টার পারফেকশনিস্ট তকমা ফেরত পেতে? উত্তর দেবে সময়।

Aamir Khan: 'তারে জ়়মিন পার'-এর পর 'সিতারে জ়মিন পর' মুক্তি পাবে আমিরের; কী আছে সেই ছবিতে?
আমির খান।
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 7:08 PM
Share

সম্প্রতি সকলের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিয়েছেন আমির খান। ছবির স্ক্রিনিংয়ে যাচ্ছেন। যাচ্ছেন পার্টিতেও। ২০২৩ সালে ৩ জানুয়ারি আবার বিয়ে করতে চলেছেন আমিরের কন্যা ইরা। তাঁর নতুন ছবি ‘লাহোর, ১৯৪৭’ সম্পর্কিত ঘোষণাও করা হয়ে গিয়েছে। সেই ছবিতে অভিনয় করবেন সানি দেওল। আমি এবার জানালেন তিনি তৈরি করছেন ‘সিতারে জামিন পর’। এবং তাতে অভিনয়ও করছেন তিনি। উল্লেখ্য, বহু বছর আগে ‘তারে জ়মিন পর’ বলে একটি ছবিও তৈরি করেছিলেন আমির। সেই ছবিটি ছিল বক্স অফিসে হিট।

ছবির ঘোষণা করে আমির বলেন, “‘সিতারে জ়মিন পর’ ছবিতে অভিনয় করছি আমি। এই ছবিটি প্রযোজনাও করছি আমি। ‘তারে জমিন পর’ কনসেপ্ট নিয়েই এই ছবিটি। আমার মনে আছে, ‘তারে জ়মিন পর’ আপনাদের কাঁদিয়েছিল। ‘তারে জমিন পর’ ছবিতে দার্শিলের চরিত্রকে বড় হতে সাহায্য করেছিলাম আমি। এই ছবিতে নিজেদের অনেক সমস্যা আছে এমন ৯জন আমাকে সাহায্য করবেন। আমি বলব, ‘তারে জ়মিন পার’ ছবির চেয়ে ‘সিতারে জ়মিন পার’ অনেক গুণ বড় ছবি।”

তিনি এও বলেন, “রাজকুমার সন্তোষীর পরিচালনায় তৈরি একটি ছবি প্রযোজনা করছি আমি। তাতে অভিনয় করেছেন সানি দেওয়াল। ছবির নাম ‘লাহোর, ১৯৪৭’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সানি স্বয়ং। সারা জীবন ধরে সানির অন্ধভক্ত ছিলাম আমি। সেই ছবিটি কেবলই প্রযোজনা করছি আমি। সানিই আসল হিরো। সেটি একটি ভালো গল্প।”

২০২২ সালে মুক্তি পায় আমির খান অভিনীত এবং প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ সেটি। ছবি নিয়ে অনেক আশা ছিল আমিরের। কিন্তু তা বক্স অফিসে ভাল ফল করতে পারেনি। তারপর হতাশ হয়ে গিয়েছিলেন আমির। দু’মাসের জন্য প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং আজ়াদকে নিয়ে চলে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন ফের ছন্দে ফেরার চেষ্টা করছেন আমির। তাঁকে যে প্রমাণ করতেই হবে। বোঝাতেই হবে তিনিই মিস্টার পারফেকশনিস্ট।