Aamir-Salman: ‘যখন ইচ্ছে আসে-যায়’, সলমনের সময়জ্ঞান নিয়ে কটাক্ষ আমিরের, তারপর…
Salman Khan: আমির খান নিজের একটি জগত তৈরি করে নিয়েছেন বলিউডের অন্দরমহলে। তাঁর ছবি আলাদা একটা ছবির স্বাদ আলাদা, তাঁর ছবির উপস্থাপনা আলাদা। এমনকি তিনি মনে করেন তাঁর ছবি দর্শকও যেন কোথাও গিয়ে খানিকটা আলাদা। আর তাই তিনি সুপারস্টারডার্ম তকমা গায়ে মাখতে নারাজ।
আমির খান শাহরুখ খান ও সলমন খান, বলিউডে একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন এই তিনজন। টানা তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন তাঁরা। তবে কড়া টক্কর ভুলে একটা সময় পর শাহরুখ খান ও সলমন খান ভাই ভাই হয়ে ওঠেন। তবে দূরত্ব কোথাও গিয়ে যেন ক্ষীন বজায় থেকে যায় সলমন খান ও আমির খানের মধ্যে। তাই মাঝেমধ্যেই একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না এই দুই স্টার। একবার আমির খানের পরিচালক হয়ে ওঠা প্রসঙ্গে সলমন খান প্রশ্ন করেছিলেন ‘আবার পরিচালনা কেন?’ আমির খান জানিয়েছিলেন তাঁর স্বপ্ন তিনি একদিন সলমন খানকেও পরিচালনা করবেন। তাঁরা তো কর্মী মানুষ অপেক্ষা করেন, পরিশ্রম করেন, স্টার হলেন সলমন খান। নিজের মেজাজে থাকেন, নিজের সময় মত আসেন নিজের সময় মত বেরিয়ে যান আর স্টাইল সেটা তো স্টারদের থাকতেই হয়।
বিষয়টা যে কোথাও গিয়ে হাসির মোড়কে কটাক্ষ তা বুঝতে সমস্যা হয়নি ভাইজানের। তাই মুহূর্তে এই প্রসঙ্গ টেনে সলমন খান বলেন ‘এই আজ যেমন আমি অপেক্ষা করলাম’। এই দুই জুটি একসঙ্গে কাজ করেছিলেন আন্দাজ আপনা আপনা ছবিতে। তারপর কেরিয়ারে একাধিক ওঠানামায় খুব একটা কেউ কারও পাশে এসে দাঁড়াননি। আবার প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি এমন পর্যায়েও নিয়ে যাননি যা দর্শক মনে তিক্ততার সৃষ্টি করে।
আমির খান নিজের একটি জগত তৈরি করে নিয়েছেন বলিউডের অন্দরমহলে। তাঁর ছবি আলাদা একটা ছবির স্বাদ আলাদা, তাঁর ছবির উপস্থাপনা আলাদা। এমনকি তিনি মনে করেন তাঁর ছবি দর্শকও যেন কোথাও গিয়ে খানিকটা আলাদা। আর তাই তিনি সুপারস্টারডার্ম তকমা গায়ে মাখতে নারাজ। পরিশ্রম করে নাকি তিনি চরিত্র হয়ে উঠতেই পছন্দ করেন। এমনই বিশ্বাস তাঁর ভক্তদের। যদিও আমিরের মুক্তিপ্রাপ্ত শেষ দুই ছবি বক্স অফিসে একেবারেই জায়গা করতে পারেনি। অনেকেই বলছেন তিনি খানিকটা বিরতি নিয়ে আবার ফিরবেন। এখন দেখার সানি দেওয়ালের হাত ধরে লক্ষ্মী লাভে কতটা ভাগ্য খুলে আমির খানের।