Jackie Shroff-Abhishek Bachchan: জ্যাকিকে সকলের চেয়ে কুল বলে আবেগে ভাসলেন জুনিয়র বচ্চন!

অভিষেকের কেরিয়ারের দিকে যদি নজর রাখা হয়, দেখা যাবে তাঁর প্রথম ছবি 'রেফিউজি'তে জ্যাকিও অভিনয় করেছিলেন। তারপর একে একে 'হ্যাপি নিউ ইয়ার', 'ধুম থ্রি', 'বস ইতনা সা খোয়াব হ্যায়' ছবিতে কাজ করেছেন দু'জনে।

Jackie Shroff-Abhishek Bachchan: জ্যাকিকে সকলের চেয়ে কুল বলে আবেগে ভাসলেন জুনিয়র বচ্চন!
অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফ।

| Edited By: Sneha Sengupta

Feb 01, 2022 | 11:00 PM

মঙ্গলবার (০১.০২.২০২২) জ্যাকি শ্রফের জন্মদিন। ৬৫ বছরে পা দিলেন অভিনেতা। তাঁর জন্মদিনে সুন্দর একটি পোস্ট করেছেন অভিষেক বচ্চন। সেই সঙ্গে শেয়ার করেছেন একটি ছবিও। পুরনো সাদা-কালো। দেখা যাচ্ছে কিশোর অভিষেক ডিনার টেবিলের এক কোণে বসে আছেন। পাশি দাঁড়িয়ে আছেন জ্যাকি। দু’জনেই হাসছেন। অভিষেকের সরু গোঁফের রেখাও দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে জুনিয়র বচ্চন লিখেছেন, “সকলের চেয়ে কুল। শুভ জন্মদিন।” আর হ্যাশট্যাগ সমেত লিখেছেন ‘আপনা বিন্দু’। লিখেছেন, “চিরজীবন আমি তোমার ভক্ত।”

অভিষেকের কেরিয়ারের দিকে যদি নজর রাখা হয়, দেখা যাবে তাঁর প্রথম ছবি ‘রেফিউজি’তে জ্যাকিও অভিনয় করেছিলেন। তারপর একে একে ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ধুম থ্রি’, ‘বস ইতনা সা খোয়াব হ্যায়’ ছবিতে কাজ করেছেন দু’জনে।

অভিষেকের আগে জ্যাকির স্ত্রী আয়েশা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। পোস্ট শেয়ার করে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে দয়ালু মানুষটিকে সবচেয়ে আনন্দের শুভ জন্মদিন। তুমি সেরা সন্তান ও সেরা বাবা!” জ্যাকি, পুত্র টাইগার ও কন্যা কৃষ্ণাকেও আয়েশা ট্যাগ করেছেন তাঁর পোস্টে।

অভিষেক বচ্চনের শেষ অভিনীত ছবির নাম ‘বব বিশ্বাস’। শাহরুখ খানের রেড চিলিজ় ইন্টারটেইনমেন্টস ছবিটির প্রযোজনা করেছে। সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ ছবির পরিচালক। অভিষেকের আসন্ন ছবির মধ্যে রয়েছে ‘দশভি’। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইয়ামি গৌতম ও নিমরত কৌর। ‘ব্রিদ’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নেও দেখা যাবে অমিতাভ-পুত্রকে।

অন্যদিকে বলিউডে ‘হীরা পান্না’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন জ্যাকি শ্রফ। সেই ছবিতে ছিলেন দেব আনন্দও। জ্যাকিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ‘দেবদাস’, ‘পরিন্দা’, ‘১৯৪২: আ লাভ স্টোরি’তেও। ১৯৮৭ সালে আয়েশা শ্রফকে বিয়ে করেন জ্যাকি। তাঁদের দুই সন্তান টাইগার ও কৃষ্ণা। টাইগার ইতিমধ্যেই বলিউডে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

আরও পড়ুন: Kareena Kapoor-Twinkle Khanna: কোন ছবিতে টুইঙ্কল খান্নার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান?

আরও পড়ুন: Sreelekha Mitra: শুটিংয়ে ব্যস্ত শ্রীলেখা, চলছে ‘…এবং ছাদ’-এর শুটিং!

আরও পড়ুন: Kunal Kapoor Becomes Father: বাবা হলেন কুণাল কাপুর, স্ত্রীর পরিচয় জানলে অবাক হবেন