Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Kapoor Becomes Father: বাবা হলেন কুণাল কাপুর, স্ত্রীর পরিচয় জানলে অবাক হবেন

বচ্চন পরিবারের মেয়েকে বিয়ে করেছেন কুণাল। নয়না অমিতাভের ভাই অজিতাভ ও রমলা বচ্চনের কন্যা। তিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারও। কুণালের পুত্র সন্তানের জন্মের পর বলি সেলেবরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Kunal Kapoor Becomes Father: বাবা হলেন কুণাল কাপুর, স্ত্রীর পরিচয় জানলে অবাক হবেন
স্ত্রী কুণাল কাপুরের সঙ্গে নয়না কাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 3:00 PM

সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছেন তাঁরা বাবা-মা হয়েছেন। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা কুণাল কাপুরের স্ত্রী নয়না কাপুর। বিবৃতিতে কুণাল জানিয়েছেন, “খুব আনন্দের সঙ্গে আমি ও নয়না জানাতে চাই যে আমরা বাবা-মা হয়েছি। আমাদের পুত্র সন্তান হয়েছে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাতে চাই।”

বচ্চন পরিবারের মেয়েকে বিয়ে করেছেন কুণাল। নয়না অমিতাভের ভাই অজিতাভ ও রমলা বচ্চনের কন্যা। তিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারও। কুণালের পুত্র সন্তানের জন্মের পর বলি সেলেবরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

View this post on Instagram

A post shared by Kunal Kapoor (@kunalkkapoor)

অমিতাভের কন্যা শ্বেতা তাঁর কাজ়িন বোনের উদ্দেশ্যে লিখেছেন, “তোমাদের সকলকে ভালবাসি।” হার্ট ইমোজি সমেত হৃত্বিক রোশন লিখেছেন, “হৃত্বিক মাচুর থেকে।” হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান খান লিখেছেন, “কুনস এবং নেয়নসের জন্য অনেক শুভ কামনা। দারুণ বাবা-মা হবে তোমরা।”

সম্প্রতি একটি বিজ্ঞাপন সামনে এসেছে। সেই বিজ্ঞাপনে রয়েছেন কুণাল কাপুর ও চিত্রাঙ্গদা সিং। দেখা যাচ্ছে, পোলো টি-শার্টের সঙ্গে লেগেঙ্গা পরে কুণাল। কারণ, তিনি শর্তে হেরেছেন চিত্রাঙ্গদার কাছে। অভিনেত্রীকে জিজ্ঞেস করছেন, “এবার কি আমি পোশাক পরিবর্তন করতে পারি?” চিত্রাঙ্গদা বলছেন, “তোমাকে ভাল লাগছে দেখতে”।

ডিজ়নি হটস্টার সিরিজ় ‘দ্যা এম্পায়ার’-এ বাবরের চরিত্রে অভিনয় করেছিলেন কুণাল। সিরিজ়টিতে ছিলেন শাবানা আজ়মি, ডিনো মোরিয়ার মতো তারকারাও। সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে কুণাল বলেছেন, “সাফল্য ও ব্যর্থতার মধ্যে দিয়ে গিয়েছে আমার ফিল্মি কেরিয়ার। যখন শুরু করছিলাম আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু ছিল। তারাই আমাকে বলেছিল, অভিনেতা হয়েও না। বাইরে থেকে এসে জায়গা করে নিতে অসুবিধে হতে পারে তোমার। কিন্তু তারপরই ‘রং দে বসন্তি’ হল। অনেককিছু পালটেও গেল। অনেকে মনে করলেন আমি ইন্ডাস্ট্রির পরবর্তী চমক। কিন্তু উলটোটাই হল। ব্যর্থতা এল। আমিও শেষ হয়ে গেলাম। এখন সকলে বলে আমি নাকি খুব ইন্টারেস্টিং একজন অভিনেতা।”

আরও পড়ুন: Mithun Chakraborty-Bharti Singh: প্রকাশ্য শোতে মিঠুনকে ডাইপার পালটাতে বললেন ভারতী!

আরও পড়ুন: Sabitri Chattopadhyay: শর্ট ফিল্মে সাবিত্রী চট্টোপাধ্যায়, সূক্ষ্ম অনুভূতির আরও এক হৃদয়স্পর্শী পারফরম্যান্স

আরও পড়ুন: Amitabh-Abhishek-Milind: কেরিয়ারের শুরুতে প্রোডাকশন বয় ছিলেন অভিষেক!