Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood News: আরাধ্যার জন্মদিন কী ভাবে সেলিব্রেট করলেন ঐশ্বর্যা-অভিষেক?

Bollywood News: গতকাল রাতে মালদ্বীপেই আরাধ্যার জন্মদিনের পার্টির আয়োজন হয়েছিল। গোলাপি ফ্রকে সেজেছিল সে। মাথায় ম্যাচিং হেয়ার ব্যান্ড।

Bollywood News: আরাধ্যার জন্মদিন কী ভাবে সেলিব্রেট করলেন ঐশ্বর্যা-অভিষেক?
আরাধ্যা, ঐশ্বর্যা এবং অভিষেক।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 7:20 PM

১৬ নভেম্বর। আরাধ্যা বচ্চনের জন্মদিন। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের কাছে অত্যন্ত স্পেশ্যাল এই দিন। প্রতি বছর ঐশ্বর্যা বা অভিষেক নিজেদের জন্মদিন সেলিব্রেট করতে দেশের বাইরে যান। এ বার আরাধ্যার জন্মদিনেও সেই এক রীতি বহাল রাখলেন তাঁরা। মালদ্বীপে মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন দম্পতি।

আরাধ্যার জন্মদিনে মুম্বইতে পার্টি দেওয়া এক সময় ঐশ্বর্যা-অভিষেকের ট্রেন্ড ছিল। বহু তারকা সন্তান সেই পার্টিতে নিমন্ত্রিত হতেন। কিন্তু করোনা আতঙ্কের কারণে সেই নিয়ম বদলে দিতে বাধ্য হয়েছেন তাঁরা। কিন্তু সেলিব্রেশন থেমে থাকার নয়। সে কারণেই মেয়েকে নিয়ে মালদ্বীপ পাড়ি দিয়েছিলেন তাঁরা।

গতকাল রাতে মালদ্বীপেই আরাধ্যার জন্মদিনের পার্টির আয়োজন হয়েছিল। গোলাপি ফ্রকে সেজেছিল সে। মাথায় ম্যাচিং হেয়ার ব্যান্ড। অফ হোয়াইট এবং বেবি পিঙ্ক বেলুন দিয়ে সাজানো হয়েছিল পার্টির অন্দর। সেখান থেকে মেয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে প্রিন্সেস। তোমার মা যেমন বলে, পৃথিবীকে আরও সুন্দর করে তোলো তুমি। আমরা তোমাকে ভালবাসি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

আরাধ্যাকে বড় করার জন্য একাধিক কর্মচারী রাখেননি ঐশ্বর্যা। নিজেই তাঁকে বড় করে তুলছে। নিজে হাতে তাঁর সব কাজ সামলান তারকা মা। একটি সাক্ষাৎকারে ঐশ্বর্যা এ প্রসঙ্গে বলেন, “আমি সারাদিন আরাধ্যার সঙ্গেই থাকি। প্রথমে ভেবেছিলাম নিজেই সবটা করব। কিন্তু একজন ন্যানিকে রেখেছি। অনেকেই মনে করতেন আমাকে সাহায্য করার জন্য অনেকে আছেন। কিন্তু সেটা সত্যি নয়। আমি কাউকে দোষ দিই না। আমাদের কাজের যা ব্যস্ততা, তাতে আমাদের সম্পর্কে মানুষের এই ধারণা হওয়াই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার সারাদিন আরাধ্যাকে নিয়েই কেটে যায়। হোম মেকারদের প্রতি আমার সম্মান আছে। অক্লান্ত কাজ করতে পারেন তাঁরা।”

আরাধ্যার জন্মের পর কাজ অনেক কমিয়ে দিয়েছেন ঐশ্বর্যা। মা হওয়ার পর মুক্তি পেয়েছে তাঁর হাতে গোনা কয়েকটি মাত্র ছবি। যেমন ‘সরবজিৎ’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফ্যানি খান’-এর মতো ছবি। সম্প্রতি মণিরত্নমের ছবি ‘পন্নিইন সেলভান’-এ অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন, Annwesha Hazra: ‘এই পথ যদি না শেষ হয়’ পরিবারে কেমন ভাবে পালন হল করওয়া চৌথ?

আরও পড়ুন, Virat Anushka: অনুষ্কা-বিরাটের ভার্চুয়াল প্রেম, নায়িকার কোন ছবি দেখে আপ্লুত ক্রিকেটার?