Salman-Katrina: বিয়ের রেশ কাটতে না কাটতেই সলমনের সঙ্গে দিল্লি উড়ে যাবেন ক্যাটরিনা

গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিক্যাট। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন।

Salman-Katrina: বিয়ের রেশ কাটতে না কাটতেই সলমনের সঙ্গে দিল্লি উড়ে যাবেন ক্যাটরিনা
দিল্লি উড়ে যাবেন ক্যাটরিনা-সলমন।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 9:00 AM

বিয়ের রেশ কাটেনি এখনও। হাতের মেহেন্দির রঙ এখনও স্পষ্ট। বাকি রয়েছে রিসেপশন পর্ব। তবে এরই মধ্যে খবর, বিয়ের রেশ কাটতে না কাটতেই সলমনের সঙ্গে দিল্লি উড়ে যেতে চলেছেন ক্যাটরিনা। উপলক্ষ টাইগার ৩ ছবির শেষ পর্বের শুটিং সম্পন্ন করা।

ক্যাটরিনা ঘনিষ্ঠ সূত্র বলছে, অন্তিম পর্বের শুট হবে দিল্লিতেই। থাকবে ১৫ দিনের টানা শিডিউল। ইতিমধ্যেই দিল্লি শিডিউলের জন্য চলছপ্রস্তুতি। সূত্রের কথায়, “ক্যাটরিনা ও সলমন দুজনেই সুপারস্টার। তাই তাঁদের লুক যাতে ফাঁস না হয়ে যায়, ভিড় যাতে নিয়ন্ত্রণ করা হয় সে সবের দিকেও নজর দেওয়া হয়ে পুরোপুরি।” সুত্র আরও জানাচ্ছে, টাইগার ৩ নাকি টাইগার ফ্র্যাঞ্চাইজির বাকি দুই ছবির থেকেও আরও বেশি ভয়ংকর। ছবির প্রযোজক যশরাজ ফিল্মস। টাইগার ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবি হল এক থা টাইগার ও টাইগার জিন্দা হ্যায়। দুই ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছিল। তবে শুধু ক্যাটরিনা নয়, ভিকিও বিয়ের দশ দিনের মধ্যেই কাজে ফিরে গিয়েছেন। ক্যাটরিনার হাতে রাঁধা গাজরের হালুয়া খেয়ে তার তারিফ করে কাজে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন তিনি। ক্যাটরিনা যদিও সময় নিচ্ছেন আরও বেশ কিছু দিন। তার পরেই পুরদস্তুর কাজে ফিরতে চলেছেন তিনি।

গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিক্যাট। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)