Aishwarya Rai Bachchan: মঙ্গলবার কলেজে পরীক্ষা দিতে যাবেন ঐশ্বর্য! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যাডমিট কার্ড

Viral: ছাত্রীর কথায়, তিনি সমস্তটাই ভীষণ যত্ন নিয়ে করেছিলেন। ফর্ম ভর্তি থেকে শুরু করে, ছবি, সবটাই খুব দেখে শুনে করার পরও এমন ভুল এসেছে।

Aishwarya Rai Bachchan: মঙ্গলবার কলেজে পরীক্ষা দিতে যাবেন ঐশ্বর্য! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যাডমিট কার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 12:49 PM

এখনও স্নাতকস্তর পাশ করেননি বিশ্বসুন্দরী? ঐশ্বর্য রাই কি এবার সাধারণ ছাত্রছাত্রীর পাশে বসে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন! অন্তত সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এই বিষয়টা ভীষণভাবে স্পষ্ট হয়ে যায়। কারণ মঙ্গলবার সকাল থেকেই ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চনের অ্যাডমিট কার্ড। যেখানে জ্বলজ্বল করছে তাঁর ছবি। না, অবাক হওয়ার কোনও কারণ নেই। কারণ ঐশ্বর্য ভক্তরা কম বেশি সকলেই জানেন তিনি স্নাতক। এই ধরনের অ্যাডমিড কার্ডের ছবি ভীষণ চেনা। কোনও না কোনও পরীক্ষার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভাইরাল হতে দেখা যায় এই ধরনের অ্যাডমিড কার্ডকে। কখনও সেলেবদের নাম, কখনও আবার ছবি। এক্ষেত্রে ঘটল দ্বিতীয়টাই। হঠাৎই একছাত্রী হাতে পেল অ্যাডমিড কার্ড, যেখানে তাঁর বদলে স্পষ্টই ছবি রয়েছে ঐশ্বর্যর।

ঘটনাটি ঘটে ধানবাদে। সেখানেই এক স্নাতকোত্তর ছাত্রী পরীক্ষার আগে হাতে পেলেন অদ্ভুত অ্যাডমিটকার্ড। প্রিন্টআউট নিয়ে গেলেন চমকে। বিনোদ বিহারী মাহতো বিশ্ববিদ্যালয়ে পাঠরতা এই ছাত্রী এখন বেজায় বিপাকে। ছাত্রীর নাম কাজল কুমারী। তাঁর অর্থনীতি পরীক্ষা আগামী সপ্তাহের মঙ্গলবার। তারই অ্যাডমিট কার্ডে এই সমস্যা। যদিও বিশ্ববিদ্যালয়ের চানসিলর এসকে বরনওয়াল এর একটি বিহিতের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, পড়ুয়াদের সাক্ষর ও ছবি বিশ্ববিদ্যালয় থেকেই আপলোড করা হয়। এটা কোনও চক্রান্ত। দ্রুত খুঁজে বার করা হবে কার ভুলে এটা ঘটেছে।

ছাত্রীর কথায়, তিনি সমস্তটাই ভীষণ যত্ন নিয়ে করেছিলেন। ফর্ম ভর্তি থেকে শুরু করে, ছবি, সবটাই খুব দেখে শুনে করার পরও এমন ভুল এসেছে। এখন সে পরীক্ষা নিয়ে বেজায় চিন্তিত। যদিও কলেজ থেকে তাঁকে আস্বস্ত করা হয়েছে। দ্রুত এর সমাধান খোজা হবে। তবে উল্টোদিতে নেটিজ়েনরা সোশ্যাল মিডিয়ায় নয়া খোরাক হাতে পেতেই করে ফেললেন সৎব্যবহার। মুহূর্তে তা ভাইরাল। আর ট্রেন্ডে উঠে এলো ঐশ্বর্য রাই বচ্চনের পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি।