Aishwarya Rai: আংটি খুলেছেন অভিষেক! আরাধ্যাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন ঐশ্বর্যার?

Aishwarya Rai: বিগত বেশ কিছু মাস ধরেই বলিউডে গুঞ্জন ঐশ্বর্যা রাই বচ্চন আর অভিষেক বচ্চনের সম্পর্ক নাকি কিছুতেই ভাল যাচ্ছে না। এরই মধ্যে সিঁদুরে মেঘ, বিয়ের শেষ চিহ্নটুকুও শরীর থেকে মুছে ফেলেছেন অভিষেক। সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই হাজির হতে দেখা গিয়েছে অভিষেককে।

Aishwarya Rai: আংটি খুলেছেন অভিষেক! আরাধ্যাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন ঐশ্বর্যার?
আরাধ্যাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন ঐশ্বর্যার?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 1:50 PM

বিগত বেশ কিছু মাস ধরেই বলিউডে গুঞ্জন ঐশ্বর্যা রাই বচ্চন আর অভিষেক বচ্চনের সম্পর্ক নাকি কিছুতেই ভাল যাচ্ছে না। এরই মধ্যে সিঁদুরে মেঘ, বিয়ের শেষ চিহ্নটুকুও শরীর থেকে মুছে ফেলেছেন অভিষেক। সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই হাজির হতে দেখা গিয়েছে অভিষেককে। এরই মধ্যে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে মেয়ে আরাধ্যার সঙ্গে চুটিয়ে নাচ করছেন ঐশ্বর্যা। দু’জনের মুখেই হাসি। এর পরেই সকলের প্রশ্ন, তবে কি নতুন করে ভাল থাকার স্বপ্ন দেখছেন ওঁরা? যদিও জানিয়ে রাখা যাক, ভিডিয়োটি পুরনো। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আপাতত চুপই আছেন দু’জনে।

২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বর্যা ও অভিষেক। ২০১১ সালে জন্ম হয় আরাধ্যার। মায়ের পাশে সব সময়েই দেখা গিয়েছে তাঁকে। স্টারকিড হলেও সে থাকে অন্তরালেই। প্রসঙ্গত, কিছু দিন আগেই ঐশ্বর্যার জন্মদিন ছিল। তবে এক অভিষেক বচ্চন ছাড়া কাউকেই ঐশ্বর্যার জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। তাও ঐশ্বর্যার এক পুরনো ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। বচ্চন পরিবারের সাম্প্রতিক অনুষ্ঠানে ঐশ্বর্যার অনুপস্থিতি, নায়িকার ঘনঘন মায়ের কাছে থাকাই কি ইঙ্গিত দিচ্ছে খারাপ খবরের? চিন্তায় তাঁদের ভক্তরা? তাঁরা দু’জনে অবশ্য এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

aishwarya and aaradhya dancing byu/Due-Tourist-4929 inBollyBlindsNGossip

প্রসঙ্গত, এর আগেও ২০১৮ সালে দু’জনের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল সব মহল। সে সময় অবশ্য মুখ খুলেছিলেন অভিষেক। তিনি বলেন, “সম্মানের সঙ্গে জানাচ্ছি, মিথ্যে গল্প দয়া করে বন্ধ করুন। আমি বুঝেছি যে পোস্ট করতে হয়। কিন্তু তা যদি দায়িত্ব সহকারে করেন তা হলে ভাল হয়। ধন্যবাদ।” কিন্তু এবার? এবার কিন্তু তিনি নীরব।