Akshay Kumar Poster Controversy: ‘ইন্ডিয়া’ সরিয়ে হল ‘ভারত’, অক্ষয়ের নয়া ছবির পোস্টার ঘিরে এবার চাঞ্চল্য

Controversy: তালিকা থেকে বাদ পড়ছে না বিনোদন জগতও। কয়েকদিন আগেই অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে শুরু হয়েছিল তর্জা, এবার পালা অক্ষয় কুমারের।

Akshay Kumar Poster Controversy: 'ইন্ডিয়া' সরিয়ে হল 'ভারত', অক্ষয়ের নয়া ছবির পোস্টার ঘিরে এবার চাঞ্চল্য
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 3:31 PM

সদ্য ভাইরাল হয়েছে ইন্ডিয়া বনাম ভারত প্রসঙ্গ। দেশের নাম পরিবর্তন প্রসঙ্গে বেশকিছু দিন ধরে জলঘোলা হচ্ছে বিভিন্ন মহলে। কয়েকদিন আগে এই বিতর্কে সেই বিতর্কে ঘি ঢেলেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্র। জি২০ উপলক্ষে সব রাজনৈতিক দলকে এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি। আর সেখানেই ইংরেজি হরফে লেখা ছিল ভারত। এই পত্রের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় জলঘোলা। বিরোধী দলনেতাদের মত, ইন্ডিয়া জোটের ডাক দেওয়ার পরই সরকার নাম বদলের এই পরিকল্পনা করছে। রাষ্ট্রপতির সেই আমন্ত্রণ পত্রে স্পষ্ট লেখা ছিল ‘প্রেসিডেন্ট অব ভারত’। কয়েকদিন আগেই বিরোধী দলগুলির জোটের নাম রাখা হয় ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স)। তারপরই কি এবার INDIA-র নাম বদলের সিদ্ধান্ত? এমনই প্রশ্ন উঠেছে বিরোধী মহলে। যার প্রভাব পড়ছে দেশের সর্বস্তরে।

তালিকা থেকে বাদ পড়ছে না বিনোদন জগতও। কয়েকদিন আগেই অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে শুরু হয়েছিল তর্জা, এবার পালা অক্ষয় কুমারের। জওয়ান মুক্তির আগের দিন রাতেই মুক্তি পায় মিশন রানিগঞ্জ-এর নতুন পোস্টার। যার ক্যাপশন এবার নেটিজ়েনদের নজরে। যার ক্যাপশনে অতীতে লেখা ছিল ‘The Great Indian Rescue.’ এবার তা পাল্টে করা হল ‘The Great Bharat Rescue.’ অনেকেই রয়েছেন যাঁরা এই বিতর্কে বর্তমানে গা ভাসাচ্ছেন। এই পোস্টের কমেন্টেও নেটিজ়েনদের ভিড় নজরে এল। কেউ লিখলেন ‘এখানেও ভারত’, কেউ আবার লিখলেন, ‘ইন্ডিয়া ভারত হয়ে গেল?’ অক্ষয়কুমারের এই ছবি যার ফলে এখন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। যদিও ঠিক কী কারণে ইন্ডিয়া ভারত হয়ে গেল, তা অক্ষয় কুমার স্পষ্ট করে না বললেও নিন্দুকদের দুইয়ে দুইয়ে চার করে নিতে খুব অসুবিধে হল না।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)