AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt: স্বপ্ন পোশাকে আলিয়া, বসতে গিয়েই বিপত্তি, অস্বস্তিকর পরিস্থিতিতে…

Bollywood Gossip: তাঁর ফ্যাশন থেকে শুরু করে মেপে বলা প্রতিটা কথা। কিন্তু একটা সময় সমীকরণ এমনটা মোটেও ছিল না। কারণ একটাই, একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। কখনও ভুল মন্তব্য, কখনও আবার পোশাক নির্বাচণ।

Alia Bhatt: স্বপ্ন পোশাকে আলিয়া, বসতে গিয়েই বিপত্তি, অস্বস্তিকর পরিস্থিতিতে...
অন্যদিকে আলিয়া ভাট ও করিনা কাপুরও নাকি সম্ভাব্য থাকতে পারেন এই টক শোয়ে। তবে অনেকেই আছেন, যাঁরা এই শোয়ে আসতে খুব একটা ইচ্ছুক নন।
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 8:39 PM
Share

আলিয়া ভাট, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কেরিয়ারের শুরু থেকেঅ তাঁর ঝুলিতে একগুচ্ছ ছবি। প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন স্টারকিড বলেই তাঁর এই কদর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলিয়া ভাট প্রমাণ করে দিয়েছেন, তিনি বলিউডের জন্যই। অভিনয়টাই তাঁর নেশা-পেশা। একাধিক পুরস্কার ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। পেয়েছেন জাতীয় পুরস্কারও গাঙ্গুবাঈ কাথিওয়ারি ছবির জন্য। এখন তিনি এক কথায় পারফেক্ট। তাঁর ফ্যাশন থেকে শুরু করে মেপে বলা প্রতিটা কথা। কিন্তু একটা সময় সমীকরণ এমনটা মোটেও ছিল না। কারণ একটাই, একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। কখনও ভুল মন্তব্য, কখনও আবার পোশাক নির্বাচণ।

এবার সেই ভুল পোশাক নির্বাচণের জন্যই তাঁকে সমালোচিত হতে হয়। বলা ভাল অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। এক সাংবাদিক সম্মেলনে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। সাদা ওয়ানপিস পরেছিলেন সেদিন আলিয়া। বসতে গিয়ে যখন পায়ের ওপর পা তুলতে গেলেন, তখনই প্রকাশ্যে এলো তাঁর সাদা রঙের প্যান্টি, সেই ছবি মুহূর্তে ভাইরাল হতেই অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁকে। উপস মোমেন্ট সেলেবদের জীবনে নতুন নয়। ফলে আলিয়ার কেরিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটতে দেখা যায়। যদিও তারপর থেকে বেশ সচেতন তিনি। এখন তিনি জানেন, কোথায় কখন কীভাবে নিজেকে তুলে ধরতে হয়।

প্রসঙ্গত এখন তিনি বিবাহিত, সম্প্রতি তিনি উপস্থিত হয়েছিলেন কফি উইথ করণ শোয়ে, জানালেন রণবীর কাপুর, রাহা কাপুরের খুব খেয়াল রাখেন। রণবীরকে সেরা বাবা এবং সেরা জামাইয়ের তকমা দিয়েছে আলিয়ার পরিবারও। যে কাপুর পরিবারে বিয়ের পর কাজ করা নিষিদ্ধ মহিলাদের, সেখানে আলিয়া চুটিয়ে কাজ করছেন। কেবল কাজ করছেন, তা নয়। রীতিমতো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করছেন তিনি। তাঁর বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর মা নিতু কাপুরও কাজ করছেন। এবং মায়ের নতুন কাজ করাকে আরও বেশি প্রশ্রয় দিচ্ছেন রণবীর। তিনি কখনওই খতরনাক হতে পারেন না। সকল পরিবারের কাছে তিনি খুবই মিষ্টি একজন মানুষ। তাঁদের কথায় ‘ভোলাভালা’।