Amitabh Bachchan: ৮০’র দশকের এক ভুল সামনে আসতেই অপ্রস্তুতে অমিতাভ, চাইলেন ক্ষমা
Amitabh Bachchan: ঘটনাটি ৮০'র দশকের। 'মুকদ্দর কা সিকন্দর' ছবির শুটিংয়ের সময়েই ঘটে সেই ভুল।
ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সে ভুল যদি হয় অমিতাভ বচ্চনের তবে তা নিয়ে চর্চা হবে তা তো স্বাভাবিক। বহু বছর আগে ঘটে যাওয়া এক ভুলের কারণের ক্ষমা চাইলেন বিগ-বি। প্রকাশ্যেই বললেন, ‘গলতি হো গ্যায়া’। অমিতাভের কারণেই রক্তাক্ত হতে হয় বিনোদ খান্নাকে।এঁর বছর পরেও সেই স্মৃতি আজও ভোলেনি তিনি।
ঘটনাটি ৮০’র দশকের। ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির শুটিংয়ের সময়েই ঘটে সেই ভুল। পানশালার একটি দৃশ্য ছিল। দৃশ্যে বলা ছিল বিনোদ খান্নাকে পানীয়ের গ্লাস ছুড়ে মারবেন বিগ-বি। মহড়ার সময় সব কিছুই ঠিক ছিল। কিন্তু গোল বাদের আসল শুটের সময়। গ্লাস তো ছুড়েছিলেন, কিন্তু সময়ের সামান্য ভুলচুকের কারণে সেই গ্লাস সজোরে এসে লাগে বিনোদ খান্নার থুতনিতে। থুতনি কেটে রক্তারক্তি, ১৬টি সেলাই পড়েছিল অভিনেতার। সেই ভুলের কথাই যখন ২০২২-এ এসে অমিতাভকে এক ‘কেবিসি’র এক প্রতিযোগী মনে করিয়ে দেন তখন খানিক অপ্রস্ততেই পড়ে যান শাহেশাহ। প্রকাশ্যেই তাঁকে বলতে শোনা যায়, “ভুল হয়ে গিয়েছে আমার”। প্রতিযোগী সেই ঘটনা মনে করিয়ে দেওয়ায় অমিতাভের বক্তব্য, “কেন লজ্জা দিচ্ছ”। শুটিংয়ে দুর্ঘটনার কথা হামেশাই শোনা যায়। ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন অমিতাভ। বাঁচার আশা ছিল না, ঘটে মিরাক্যল। দ্বিতীয় জন্ম পান তিনি। আবারও শুরু হয় তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস।
দীর্ঘ কেরিয়ার তাঁর। সেই কেরিয়ারে রয়েছে নানা উত্থান পতন। বয়স ৮০ পার করেছে সদ্য। তবু এখনও তরতাজা যুবক অমিতাভ বচ্চন। দু’ বার কোভিডও থামাতে পারেনি তাঁকে। দমাতে পারেনি তাঁর অদম্য প্রাণশক্তিকে। একাধারে টিভিতে রিয়ালিটি শো’র সঞ্চালনা অন্যদিকে আবার বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন বিগ-বি। থামতে চান না তিনি। এগিয়ে যেতে চান বহুদূর।