পুরনো পোস্ট ডিলিট করে ইস্টাগ্রামে ফিরলেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা

লেখক শ্বেতা বচ্চন নন্দ এবং ব্যবসায়ী নিখিল নন্দার ছেলে, অগস্ত্য ।

পুরনো পোস্ট ডিলিট করে ইস্টাগ্রামে ফিরলেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা
অমিতাভ-অগস্ত্য।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2021 | 2:40 PM

৭৫ সপ্তাহ পর আজ করলেন পোস্ট। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ফিরলেন ইনস্টাতে। শ্বেতা বচ্চনের ছেলে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল প্রায় সাফ করে ফেলেছেন। দেখা যাচ্ছে তাঁরহ মাত্র চারটি পোস্ট। তবে শনিবার, নভ্য নভেলির ভাই ইনস্টা পোস্টে শেয়ার করলেন নিজের বেশ কিছু ছবি। নতুন ছবিতে অগস্ত্যকে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বালিশ নিয়ে। কালো জ্যাকেট এবং গ্রে ট্রাইজারে দেখা গেল অগস্ত্যকে।

তিনটে ছবি পোস্ট করেছেন স্টার কিড। তৃতীয় ছবিতে পাশে রয়েছেন তাঁর বন্ধু। দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হেসে-হেসে দিচ্ছেন পোস্ট। সুহানা খান প্রথম ছবিতে হার্ট লাইক করেন। তারপর নভ্যা লেখেন, ‘আগগগগলুজ়’। মাহীপ কাপুর লেখেন, ‘হ্যান্ডসাম’। জোয়া আখতার করেছেন কমেন্ট, লেখেন, ‘হোলা’। অভিষেক বচ্চনও হার্ট ইমোজি পোস্ট করেছেন কমেন্ট সেকশনে।

লেখক শ্বেতা বচ্চন নন্দ এবং ব্যবসায়ী নিখিল নন্দার ছেলে, অগস্ত্য । গত বছর অক্টোবরে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাবলিক করেন। তবে তাঁর পোস্টগুলি বেশিরভাগ লোককে বিস্মিত করে বিশেষত নভ্য নন্দা এবং আলিয়া ভাটকে। তাঁর পোস্টগুলিতে ক্যাপশনগুলি পড়ে যেমন, “আমি তাড়াহুড়োয় বিশ্বাস করি, ভাগ্যের সাথে আমি খেলি না…” এতে নভ্যা বলেন বিষয়টি ব্যাখ্যা করতে এবং আলিয়া ভট্ট যোগ করেছিলেন, ‘হাহাহা ঠিক তোমার অ্যাকশন ব্যাখ্যা করো’।

আরও পড়ুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিন: যে বলিউড ছবির গল্পে ফুটে উঠেছে শিশুশ্রম