বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিন: যে বলিউড ছবির গল্পে ফুটে উঠেছে শিশুশ্রম

বিশ্বব্যাপী শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা বেড়ে ১৬ কোটিতে পৌঁছেছে। গত চার বছরে বেড়েছে ৮৪ লাখ। মহামারির প্রভাবের কারণে আরও লাখ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে। গ্যালারিতে রইল বলিউডের এমন কিছু ছবি যা তুলে ধরেছে এই শিশুশ্রম...

| Edited By: | Updated on: Jun 12, 2021 | 1:40 PM
বুট পলিশ—প্রকাশ অরোরা পরিচালিত ১৯৫৪ সালে মুক্তি পায় ’বুট পলিশ’। দুই শিশু যারা ভিক্ষাবৃত্তির পরিবর্তে কীভাবে কাজ করতে এবং আত্ম-অভিমান অর্জন করতে শিখল, তার গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। স্বাবলম্বী হওয়ার লড়াই দেখানোর হয় ছবিতে।

বুট পলিশ—প্রকাশ অরোরা পরিচালিত ১৯৫৪ সালে মুক্তি পায় ’বুট পলিশ’। দুই শিশু যারা ভিক্ষাবৃত্তির পরিবর্তে কীভাবে কাজ করতে এবং আত্ম-অভিমান অর্জন করতে শিখল, তার গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। স্বাবলম্বী হওয়ার লড়াই দেখানোর হয় ছবিতে।

1 / 6
সালাম বম্বে—১৯৮৮ সালের ছবিতে দেখানো হয় কীভাবে একজন হত দরিদ্র শিশু ও তার ভাই-বোন সাইকেলে আগুন লেগে যাওয়ার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আটকে পড়ে। কীভাবে তার জীবন বদলে যায় যখন তার মা তাকে ৫০০ টাকা উপার্জন না করে বাড়িতে ঢুকতে বারণ করে। মাদক মাফিয়ার জালে জড়িয়ে পড়ে শিশুটি।

সালাম বম্বে—১৯৮৮ সালের ছবিতে দেখানো হয় কীভাবে একজন হত দরিদ্র শিশু ও তার ভাই-বোন সাইকেলে আগুন লেগে যাওয়ার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আটকে পড়ে। কীভাবে তার জীবন বদলে যায় যখন তার মা তাকে ৫০০ টাকা উপার্জন না করে বাড়িতে ঢুকতে বারণ করে। মাদক মাফিয়ার জালে জড়িয়ে পড়ে শিশুটি।

2 / 6
স্লামডগ মিলিয়নিয়ার—আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন‘স্লামডগ মিলিয়নিয়ার’ এমন এক ভারতীয় মুসলমানের গল্প বলে যে লাইভ গেম শো—‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এক কোটি টাকা জেতে। গেমটি জিততে সে নিজেকে নির্দোষ প্রমাণ করে এবং কীভাবে সে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয় তা গল্পে বর্ণনা করো হয়েছে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সেরা ছবি, চিত্রনাট্য, নির্দেশনা, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনার জন্য একাডেমি পুরষ্কার জেতে।

স্লামডগ মিলিয়নিয়ার—আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন‘স্লামডগ মিলিয়নিয়ার’ এমন এক ভারতীয় মুসলমানের গল্প বলে যে লাইভ গেম শো—‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এক কোটি টাকা জেতে। গেমটি জিততে সে নিজেকে নির্দোষ প্রমাণ করে এবং কীভাবে সে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয় তা গল্পে বর্ণনা করো হয়েছে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সেরা ছবি, চিত্রনাট্য, নির্দেশনা, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনার জন্য একাডেমি পুরষ্কার জেতে।

3 / 6
আই অ্যাম কালাম—নীলা মাধব পান্ডা পরিচালিত ছবি। এক দরিদ্র শিশু যার অনুপ্রেরণা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালাম। স্বপ্ন পূরণের জন্য সে নিজের নাম রাখে কালাম। ৬৩ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আই অ্যাম কালাম’।

আই অ্যাম কালাম—নীলা মাধব পান্ডা পরিচালিত ছবি। এক দরিদ্র শিশু যার অনুপ্রেরণা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালাম। স্বপ্ন পূরণের জন্য সে নিজের নাম রাখে কালাম। ৬৩ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আই অ্যাম কালাম’।

4 / 6
স্ট্যানলি কা ডাব্বা—চতুর্থ শ্রেণীর এক ছাত্ক। যে স্কুলে পড়াশোনার জন্য অর্থোপার্জন করে। রেস্তোঁরায় টেবিল পরিষ্কার করেসে। স্কুলে-কর্মক্ষেত্রে প্রায়শই নির্যাতিত করা হয়। স্কুলের শিক্ষকমশাই রোজ ছাত্র-ছাত্রীদের টিফিন খেয়ে নেয়, এমনকি ‘স্ট্যানলি’রও। টিফিনবক্স এবং ‘স্ট্যানলি’র গল্প।

স্ট্যানলি কা ডাব্বা—চতুর্থ শ্রেণীর এক ছাত্ক। যে স্কুলে পড়াশোনার জন্য অর্থোপার্জন করে। রেস্তোঁরায় টেবিল পরিষ্কার করেসে। স্কুলে-কর্মক্ষেত্রে প্রায়শই নির্যাতিত করা হয়। স্কুলের শিক্ষকমশাই রোজ ছাত্র-ছাত্রীদের টিফিন খেয়ে নেয়, এমনকি ‘স্ট্যানলি’রও। টিফিনবক্স এবং ‘স্ট্যানলি’র গল্প।

5 / 6
চিল্লার পার্টি—ছবির গল্পটি এক দরিদ্র শিশু ‘ফটকা’র চারপাশে ঘোরে। মুম্বইয়ের এক অ্যাপার্টমেন্টের বাচ্চাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ‘ফটকা’ এবং বাকি বাচ্চারা এক পথকুকুরকে বাঁচানোর জন্য এক লড়াইয়ের গল্প ফুটে ওঠে ছবিতে। ২০১১ সালে মুক্তি পায় ‘চিল্লার পার্টি’।

চিল্লার পার্টি—ছবির গল্পটি এক দরিদ্র শিশু ‘ফটকা’র চারপাশে ঘোরে। মুম্বইয়ের এক অ্যাপার্টমেন্টের বাচ্চাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ‘ফটকা’ এবং বাকি বাচ্চারা এক পথকুকুরকে বাঁচানোর জন্য এক লড়াইয়ের গল্প ফুটে ওঠে ছবিতে। ২০১১ সালে মুক্তি পায় ‘চিল্লার পার্টি’।

6 / 6
Follow Us: