AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champions Trophy: ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি জয়, ধোনি কত নম্বরে?

Most Win As Captain In CT: দীর্ঘ দিন পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ বার ২০১৭ সালে হয়েছিল এই টুর্নামেন্ট। যাঁকে ক্রিকেটের মিনি বিশ্বকাপও বলা যায়। সেরা আটটি টিম অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত শেষ বার এই টুর্নামেন্ট জিতেছে ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠলেও রানার্স। শুধু ট্রফি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি জয় কার?

| Updated on: Jan 09, 2025 | 11:20 PM
Share
দীর্ঘ দিন পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ বার ২০১৭ সালে হয়েছিল এই টুর্নামেন্ট। যাঁকে ক্রিকেটের মিনি বিশ্বকাপও বলা যায়।

দীর্ঘ দিন পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ বার ২০১৭ সালে হয়েছিল এই টুর্নামেন্ট। যাঁকে ক্রিকেটের মিনি বিশ্বকাপও বলা যায়।

1 / 8
সেরা আটটি টিম অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত শেষ বার এই টুর্নামেন্ট জিতেছে ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

সেরা আটটি টিম অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত শেষ বার এই টুর্নামেন্ট জিতেছে ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

2 / 8
এরপর ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠলেও রানার্স। শুধু ট্রফি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি কার?

এরপর ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠলেও রানার্স। শুধু ট্রফি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি কার?

3 / 8
সবচেয়ে বেশি জয়ের নিরিখে প্রথম আট ধরা যাক। অষ্টম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য। ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন। সপ্তম স্থানে রয়েছেন শ্রীলঙ্কারই মহেলা জয়বর্ধনে। তাঁর ক্যাপ্টেন্সিতে এই টুর্নামেন্টে ৬-এর মধ্যে চারটি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা।

সবচেয়ে বেশি জয়ের নিরিখে প্রথম আট ধরা যাক। অষ্টম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য। ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন। সপ্তম স্থানে রয়েছেন শ্রীলঙ্কারই মহেলা জয়বর্ধনে। তাঁর ক্যাপ্টেন্সিতে এই টুর্নামেন্টে ৬-এর মধ্যে চারটি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা।

4 / 8
তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। ৫ ম্যাচের মধ্যে চারটি জয়। ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। ৫ ম্যাচের মধ্যে চারটি জয়। ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

5 / 8
পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ২০১৩ সালে খেতাব জিতেছিল ভারত। ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ ম্যাচের মধ্যে আধডজন জয় ধোনির। চতুর্থ স্থানে দেশের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রতিযোগিতায় ১১ ম্যাচের মধ্যে ৭টি জিতেছেন মহারাজ।

পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ২০১৩ সালে খেতাব জিতেছিল ভারত। ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ ম্যাচের মধ্যে আধডজন জয় ধোনির। চতুর্থ স্থানে দেশের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রতিযোগিতায় ১১ ম্যাচের মধ্যে ৭টি জিতেছেন মহারাজ।

6 / 8
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এই টুর্নামেন্টে দেশকে ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৮টি জয়। দ্বিতীয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫টির মধ্যে ১১ ম্যাচে জয়।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এই টুর্নামেন্টে দেশকে ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৮টি জয়। দ্বিতীয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫টির মধ্যে ১১ ম্যাচে জয়।

7 / 8
তালিকায় সকলের উপরে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনিই। ১৬টির মধ্যে ১২ ম্যাচ জিতেছেন রিকি। সব ছবি : PTI/PCB/GETTY IMAGES

তালিকায় সকলের উপরে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনিই। ১৬টির মধ্যে ১২ ম্যাচ জিতেছেন রিকি। সব ছবি : PTI/PCB/GETTY IMAGES

8 / 8