‘কাই পো চে’ থেকে ‘কেদারনাথ’, সুশান্তের সেরা ৯ ছবি দেখতে পাওয়া যাবে কোথায়?

Sushant Singh Rajput: মৃত্যুবার্ষিকীতে সুশান্ত সিং রাজপুতের সিনেমার মাধ্যমেই স্মরণ করুন তাঁকে। কোথায় কোন সিনেমা দেখতে পাবেন, তা আপনাকে বিশদে জানাচ্ছে টিভিনাইন বাংলা।

| Edited By: | Updated on: Jun 13, 2021 | 2:21 PM
সুশান্তহীন বলিউডের এক বছর। তবু আজও নশ্বর তাঁর স্মৃতি। কেদারনাথের মনসুর থেকে, কাই পো চে'র ঈশান...অনুরাগীরা আজও ভুলতে পারেননি তাঁকে। মৃত্যুবার্ষিকীতে সুশান্ত সিং রাজপুতের সিনেমার মাধ্যমেই স্মরণ করুন তাঁকে। কোথায় কোন সিনেমা দেখতে পাবেন, তা আপনাকে বিশদে জানাচ্ছে টিভিনাইন বাংলা।

সুশান্তহীন বলিউডের এক বছর। তবু আজও নশ্বর তাঁর স্মৃতি। কেদারনাথের মনসুর থেকে, কাই পো চে'র ঈশান...অনুরাগীরা আজও ভুলতে পারেননি তাঁকে। মৃত্যুবার্ষিকীতে সুশান্ত সিং রাজপুতের সিনেমার মাধ্যমেই স্মরণ করুন তাঁকে। কোথায় কোন সিনেমা দেখতে পাবেন, তা আপনাকে বিশদে জানাচ্ছে টিভিনাইন বাংলা।

1 / 10
কাই পো চে- এই ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখেন সুশান্ত সিং রাজপুত। ২০০১ সালে গুজরাটে ভয়ঙ্কর ভুমিকম্প এবং ২০০২ সালে দাঙ্গার উপর ভিত্তি করে এই ছবি। পরিচালনায় ছিলেন অভিষেক কাপুর। এই ছবি আপনি দেখতে পারবেন নেটফ্লিক্সে।

কাই পো চে- এই ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখেন সুশান্ত সিং রাজপুত। ২০০১ সালে গুজরাটে ভয়ঙ্কর ভুমিকম্প এবং ২০০২ সালে দাঙ্গার উপর ভিত্তি করে এই ছবি। পরিচালনায় ছিলেন অভিষেক কাপুর। এই ছবি আপনি দেখতে পারবেন নেটফ্লিক্সে।

2 / 10
শুদ্ধ দেশি রোম্যান্স- সুশান্তের বিপরীতে ছিলেন পরিণীতি চোপড়া। ত্রিকোণ প্রেমের গল্প। এই ছবি দেখা যাবে অ্যামাজন প্রাইমে। ইউটিঊবেও পেয়ে যাবেন।

শুদ্ধ দেশি রোম্যান্স- সুশান্তের বিপরীতে ছিলেন পরিণীতি চোপড়া। ত্রিকোণ প্রেমের গল্প। এই ছবি দেখা যাবে অ্যামাজন প্রাইমে। ইউটিঊবেও পেয়ে যাবেন।

3 / 10
ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী- পরিচালনায় দিবাকর বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। ছবিটি দেখতে পারবেন অ্যামাজন প্রাইমে।

ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী- পরিচালনায় দিবাকর বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। ছবিটি দেখতে পারবেন অ্যামাজন প্রাইমে।

4 / 10
এমএস ধোনিঃ দি আনটোল্ড স্টোরি- সুশান্তের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে তৈরি ছবি। ধোনির চরিত্রে সুশান্ত। দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে।

এমএস ধোনিঃ দি আনটোল্ড স্টোরি- সুশান্তের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে তৈরি ছবি। ধোনির চরিত্রে সুশান্ত। দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে।

5 / 10
রাবতা- এই ছবিতেই প্রথম কৃতি শ্যাননের সঙ্গে জুটি বাঁধেন সুশান্ত। তাঁদের অফস্ক্রিন সম্পর্ক নিয়েও সে সময় হয়েছিল ফিসফাস। পেয়ে যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

রাবতা- এই ছবিতেই প্রথম কৃতি শ্যাননের সঙ্গে জুটি বাঁধেন সুশান্ত। তাঁদের অফস্ক্রিন সম্পর্ক নিয়েও সে সময় হয়েছিল ফিসফাস। পেয়ে যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

6 / 10
কেদারনাথ- ২০১৩ সালে উত্তরাখণ্ড ভয়াবহ বন্যার উপর ভিত্তি করে ছবি। সঙ্গে রয়েছে হিন্দু-মুসলিম প্রেম-বিচ্ছেদ। সুশান্তের কেরিয়ারের অন্যতম হিট ছবি। পেয়ে যাবেন জি-ফাইভে।

কেদারনাথ- ২০১৩ সালে উত্তরাখণ্ড ভয়াবহ বন্যার উপর ভিত্তি করে ছবি। সঙ্গে রয়েছে হিন্দু-মুসলিম প্রেম-বিচ্ছেদ। সুশান্তের কেরিয়ারের অন্যতম হিট ছবি। পেয়ে যাবেন জি-ফাইভে।

7 / 10
সোনচিড়িয়া- বক্স অফিসে হিট হয়নি। কিন্তু ছবির চিত্রনাট্য থেকে শুরু করে অভিনয়-- এক কথায় অসামান্য। সুশান্ত ছাড়াও ওই ছবিতে ছিলেন মনোজ বাজপেয়ী, ভূমি পেদনেকর, রণবীর শোরে, আশুতোষ রানার মতো বিখ্যাত অভিনেতা। পেয়ে যাবেন জি-ফাইভে।

সোনচিড়িয়া- বক্স অফিসে হিট হয়নি। কিন্তু ছবির চিত্রনাট্য থেকে শুরু করে অভিনয়-- এক কথায় অসামান্য। সুশান্ত ছাড়াও ওই ছবিতে ছিলেন মনোজ বাজপেয়ী, ভূমি পেদনেকর, রণবীর শোরে, আশুতোষ রানার মতো বিখ্যাত অভিনেতা। পেয়ে যাবেন জি-ফাইভে।

8 / 10
ছিছোড়ে- এই ছবি পরিচালক নিতেশ তিওয়ারিকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। হতাশা কাটিয়ে আবারও কী করে সাধারণ জীবনে ফিরে আসা যায় এই ছবি সেই গল্পই বলেছিল। সুশান্তের বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

ছিছোড়ে- এই ছবি পরিচালক নিতেশ তিওয়ারিকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। হতাশা কাটিয়ে আবারও কী করে সাধারণ জীবনে ফিরে আসা যায় এই ছবি সেই গল্পই বলেছিল। সুশান্তের বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

9 / 10
দিল বেচারা- সুশান্তের শেষ ছবি। যা মুক্তির আগেই মারা যান সুশান্ত। এই ছবি দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে। 

প্রসঙ্গত, পিকে ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। কিন্তু ওই ছবিতে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন না। অভিনয় করেছিলেন পার্শ্বচরিত্রে। ওই ছবি পেয়ে যাবেন নেটফ্লিক্সে।

দিল বেচারা- সুশান্তের শেষ ছবি। যা মুক্তির আগেই মারা যান সুশান্ত। এই ছবি দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে। প্রসঙ্গত, পিকে ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। কিন্তু ওই ছবিতে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন না। অভিনয় করেছিলেন পার্শ্বচরিত্রে। ওই ছবি পেয়ে যাবেন নেটফ্লিক্সে।

10 / 10
Follow Us: