দোকানে হুটহাট QR Code স্ক্যান করছেন, এই টিপস না মানলে খোয়াতে পারেন সর্বস্ব

QR Code: কোনও লিঙ্কের মাধ্যমে যদি টাকা পাঠান, তবে লিঙ্কে ক্লিক করার আগে তার ইউআরএল অবশ্যই দেখে নিন। সন্দেহজনক নাম বা অচেনা ডোমেইন দেখলে, তাতে ক্লিক করবেন না। 

| Updated on: Jan 10, 2025 | 2:19 PM
এখন পকেটে নগদ টাকা থাকে না বললেই চলে। টাকাপয়সার লেনদেন পুরোটাই হয় অনলাইনে। চায়ের দোকান থেকে জামাকাপড় শপিং- সবকিছুই অনলাইনে কিউআর কোড স্ক্যান করেই হয়ে যায়।

এখন পকেটে নগদ টাকা থাকে না বললেই চলে। টাকাপয়সার লেনদেন পুরোটাই হয় অনলাইনে। চায়ের দোকান থেকে জামাকাপড় শপিং- সবকিছুই অনলাইনে কিউআর কোড স্ক্যান করেই হয়ে যায়।

1 / 9
তবে এর সঙ্গে অনলাইনে প্রতারণাও দিন দিন বাড়ছে। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন, এমন বহু উদাহরণ রয়েছে। অনলাইনে প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন, রইল তার কয়েকটি টিপস

তবে এর সঙ্গে অনলাইনে প্রতারণাও দিন দিন বাড়ছে। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন, এমন বহু উদাহরণ রয়েছে। অনলাইনে প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন, রইল তার কয়েকটি টিপস

2 / 9
সোর্স ভ্যারিফিকেশন- আপনি যে কিউআর কোড স্ক্যান করছেন, তা নির্ভরযোগ্য সোর্সের কি না, তা খতিয়ে দেখা দরকার। কোড স্ক্যান করার আগে তার ইউআরএল বা সোর্স যাচাই করে নিন। 

সোর্স ভ্যারিফিকেশন- আপনি যে কিউআর কোড স্ক্যান করছেন, তা নির্ভরযোগ্য সোর্সের কি না, তা খতিয়ে দেখা দরকার। কোড স্ক্যান করার আগে তার ইউআরএল বা সোর্স যাচাই করে নিন। 

3 / 9
ইউআরএল- কোনও লিঙ্কের মাধ্যমে যদি টাকা পাঠান, তবে লিঙ্কে ক্লিক করার আগে তার ইউআরএল অবশ্যই দেখে নিন। সন্দেহজনক নাম বা অচেনা ডোমেইন দেখলে, তাতে ক্লিক করবেন না। 

ইউআরএল- কোনও লিঙ্কের মাধ্যমে যদি টাকা পাঠান, তবে লিঙ্কে ক্লিক করার আগে তার ইউআরএল অবশ্যই দেখে নিন। সন্দেহজনক নাম বা অচেনা ডোমেইন দেখলে, তাতে ক্লিক করবেন না। 

4 / 9
ব্রান্ডিং ও ডিজাইন- প্রতারকরা অনেক সময়ই হুবহু নকল করে নেয়। তবে কিউআর কোডে কোম্পানির লোগো, রঙ বা ব্রান্ডিংয়ের ফারাক থাকে। কিউ আর স্ক্যান করার আগে অবশ্যই এই বিষয়ে নজর দিন। যদি কিউআর কোডে মার্ক সঠিক না থাকে, তবে স্ক্যান করবেন না।

ব্রান্ডিং ও ডিজাইন- প্রতারকরা অনেক সময়ই হুবহু নকল করে নেয়। তবে কিউআর কোডে কোম্পানির লোগো, রঙ বা ব্রান্ডিংয়ের ফারাক থাকে। কিউ আর স্ক্যান করার আগে অবশ্যই এই বিষয়ে নজর দিন। যদি কিউআর কোডে মার্ক সঠিক না থাকে, তবে স্ক্যান করবেন না।

5 / 9
সিকিউর কিউআর কোড- সুরক্ষিত কিউআর কোড জেনারেটর দিয়ে যে কোড তৈরি, সেই ধরনের কোডই ব্যবহার করেন। সুরক্ষিত কিউআর কোডে এনক্রিপশন ও ট্যাম্পার-প্রুফ ডিজাইন থাকে। 

সিকিউর কিউআর কোড- সুরক্ষিত কিউআর কোড জেনারেটর দিয়ে যে কোড তৈরি, সেই ধরনের কোডই ব্যবহার করেন। সুরক্ষিত কিউআর কোডে এনক্রিপশন ও ট্যাম্পার-প্রুফ ডিজাইন থাকে। 

6 / 9
কোথায় কিউআর রয়েছে- সাধারণত অফিসিয়াল ডকুমেন্ট, প্রোডাক্ট প্য়াকেজিং বা নির্ভরযোগ্য ওয়েবসাইটে কিউআর কোড থাকলে, তাতে প্রতারণার ঝুঁকি কম থাকে।  

কোথায় কিউআর রয়েছে- সাধারণত অফিসিয়াল ডকুমেন্ট, প্রোডাক্ট প্য়াকেজিং বা নির্ভরযোগ্য ওয়েবসাইটে কিউআর কোড থাকলে, তাতে প্রতারণার ঝুঁকি কম থাকে।  

7 / 9
হানি ট্রাপ থেকে সতর্ক থাকুন- কোনও ইমেইল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় কিউআর কোডের রিকোয়েস্ট এলে, তা হানি ট্রাপ হতে পারে। এই ধরনের লিঙ্ক থেকে সতর্ক থাকুন।

হানি ট্রাপ থেকে সতর্ক থাকুন- কোনও ইমেইল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় কিউআর কোডের রিকোয়েস্ট এলে, তা হানি ট্রাপ হতে পারে। এই ধরনের লিঙ্ক থেকে সতর্ক থাকুন।

8 / 9
ডিভাইস সিকিউরিটি- শুধু কিউআর কোড নিয়ে সতর্ক থাকলেই হবে না, নিজের মোবাইলের সফটওয়্যার ও সিকিউরিটি অ্য়াপ্লিকেশন আপডেট রাখা দরকার।  

ডিভাইস সিকিউরিটি- শুধু কিউআর কোড নিয়ে সতর্ক থাকলেই হবে না, নিজের মোবাইলের সফটওয়্যার ও সিকিউরিটি অ্য়াপ্লিকেশন আপডেট রাখা দরকার।  

9 / 9
Follow Us: