Ananya Panday: বাবা-মায়ের সামনেই সিগারেট খাচ্ছেন অনন্যা! ভিডিয়ো ভাইরাল হতেই তুলোধনা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Mar 20, 2023 | 9:49 PM

Ananya Panday: হঠাৎ করেই ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডের একটি ছবি। যে ছবিতে তিনি ধুমপান করছেন।

Ananya Panday: বাবা-মায়ের সামনেই সিগারেট খাচ্ছেন অনন্যা! ভিডিয়ো ভাইরাল হতেই তুলোধনা
সিগারেট খাচ্ছেন অনন্যা!

এই খবরটিও পড়ুন

হঠাৎ করেই ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডের একটি ছবি। যে ছবিতে তিনি ধূমপান করছেন। আর তার পরেই হচ্ছে কটাক্ষ। অনন্যা ধূমপান করছেন বলে যে কটাক্ষ হচ্ছে তা নয়, কটাক্ষ হচ্ছে কারণ পরিবারের সকলের সামনে এক আনন্দ অনুষ্ঠানে ধুমপান করতে দেখা গিয়েছে তাঁকে। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর বাবা-মা’ও। আর এর পরেই ট্রোলারদের প্রশ্ন, “গুরুজনের প্রতি সম্মান কোথায়”? সম্প্রতি অনন্যার তুতো দিদি অলন্যা পান্ডের বিয়ে ছিল। ধুমধাম করে হয়েছে সেই বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান থেকে শুরু বলিউডে এ লিস্টাররাও। হাজির ছিলেন অনন্যাও। সেখানেই উপস্থিত এক অতিথি একটি ছবি পোস্ট করেন বিবাহবাসর থেকে। যে ছবিতে হাজির অনন্যা, মুখে তাঁর জ্বলন্ত সিগারেট। দেখা গিয়েছে ভিড় থেকে একটু দূরে গিয়ে সিগারেট খাচ্ছেন তিনি। যিনি প্রথম ছবিটি পোস্ট করেছিলেন, তিনি তা মুছে দিয়েছেন। কিন্তু নেটদুনিয়ায় সব কিছুই যে ভাইরাল, তাই এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

আর এখানেই অনন্যাকে দু’মুখো বলেছেন নেটিজেনরা। কারণ এর আগে ধূমপান বিরোধী প্রচারে সামিল হতে দেখা গিয়েছে তাঁকে। তিনি যে নিজেই ধূমপায়ী, তা অনেকেরই এতদিন অজানা ছিল। বারেবারেই তাঁরা অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। একজন লিখেছেন, “অনন্যাকে দেখে এতদিন স্বাস্থ্য সচেতন বলেই মনে হত।” অন্যজন লিখেছেন, “জেন জেডের কাছে ধূমপান খুব একটা বড় ব্যাপার না। তবে অনন্যাকে বুঝতে হবে সে এখনও ছোট। আমার মনে হয় রোগা থাকার জন্যই ও সিগারেট খায়। সিগারেট যেহেতু খাওয়ার ইচ্ছে কমিয়ে দেয়, তাই ও সিগারেট খাচ্ছে।” যদিও অনন্যা এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla