ঋতুস্রাবে ভিজেছিল স্কুলের স্কার্ট; দিনটি ভুলতে পারেননি অনন্যা
অনন্যা মনে করেন, এই ধরনের ঘটনা অনেক বাচ্চার সঙ্গেই ঘটতে পারে। খুবই ভয়াবহ হয় এই ঘটনাগুলি। নাবালিকাদের মনে প্রভাব ফেলে। সেই কারণেই ঘটনাটি কিছুতে ভুলতে পারেন না অনন্যা। অভিনেত্রীর বক্তব্য, স্কুলেরই দায়িত্ব নিয়ে বাচ্চাদের মন থেকে পিরিয়ড ভীতি কাটানো উচিত।
বয়ঃসন্ধির সময় অনেক মেয়েকেই এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। স্কুলে, টিউশনে কিংবা রাস্তাঘাটে অনেক মানুষের সামনেই বিভ্রান্তিতে পড়তে হয়। ঋতুস্রাব মেয়েদের জীবন পালটে দেয়। করে তোলে নারী। সেরকমই একটি অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অনন্যা পাণ্ডে।
একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের সাক্ষাৎকারে অনন্যা বলেন, “নবম শ্রেণিতে পড়তাম তখন। স্কুলের স্পোর্টস টিমের ক্যাপ্টেন ছিলাম। একবার একটি মেডেল জিতেছিলাম। ভিক্ট্রি স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিলাম বাকিদের সঙ্গে। অপেক্ষা করছিলাম কখন আমার নাম ডাকা হবে। সেই সময় বন্ধুরাই আমাদের ইশারা করে বলেছিল স্কার্ট পুরোপুরি ঋতুস্রাবে ভিজে গিয়েছে। ওয়াশরুমে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। সেখানেই লুকিয়ে ছিলাম অনেকক্ষণ। ওদিকে ভিক্ট্রি স্ট্যান্ডে আমার নাম ডাকা হচ্ছিল। আমি বাথরুথ থেকে শুনতে পাচ্ছিলাম। পিরিয়ডসে স্কার্ট ভিজে গিয়েছিল বলে ট্রফি নিতে যেতে পারিনি। এই ঘটনাটি আমি ভুলতে পারিনি আজও। খুব কষ্ট হয়েছিল। খুবই লজ্জা পাই যখনই মনে পড়ে।”
View this post on Instagram
অনন্যা মনে করেন, এই ধরনের ঘটনা অনেক বাচ্চার সঙ্গেই ঘটতে পারে। খুবই ভয়াবহ হয় এই ঘটনাগুলি। নাবালিকাদের মনে প্রভাব ফেলে। সেই কারণেই ঘটনাটি কিছুতে ভুলতে পারেন না অনন্যা। অভিনেত্রীর বক্তব্য, স্কুলেরই দায়িত্ব নিয়ে বাচ্চাদের মন থেকে পিরিয়ড ভীতি কাটানো উচিত।
ইন্ডাস্ট্রিতে ২ বছর কাটিয়ে ফেলেছেন অনন্যা। কয়েকটি ছবি মুক্তি পেয়েছে – ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’, ‘পতি পত্নি অউর উও’, ‘আংরেজি মিডিয়াম’। সম্প্রতি শাকুন বাত্রার ছবি ‘লিগার’-এ অভিনয় করছেন অনন্যা। সেই ছবিতে তাঁর সহ-অভিনেতারা দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও বিজয় দেবেরাকোন্ডা।
আরও পড়ুন: উচ্চতায় ভয়, শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নুসরত!