SRK: ‘জওয়ান’-এর অস্কারে যাওয়া উচিৎ, খান স্যরের সঙ্গে কথা বলব: অ্যাটলি

Jawan: ২০১৯ সালে একটা স্বপ্ন দেখেছিলেন অ্যাটলি। স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খানকে নিয়ে ছবি তৈরি করবেন। পাঁচ বছর ধরে সেই স্বপ্নকে লালন করেছেন তিনি। সেই স্বপ্নেরই বাস্তবায়ন হয় এই কিছু দিন আগে।

SRK: 'জওয়ান'-এর অস্কারে যাওয়া উচিৎ, খান স্যরের সঙ্গে কথা বলব: অ্যাটলি
'জওয়ান'-এর অস্কারে যাওয়া উচিৎ, খান স্যরের সঙ্গে কথা বলব: অ্যাটলি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 8:50 PM

২০১৯ সালে একটা স্বপ্ন দেখেছিলেন অ্যাটলি। স্বপ্ন দেখেছিলেন শাহরুখ খানকে নিয়ে ছবি তৈরি করবেন। পাঁচ বছর ধরে সেই স্বপ্নকে লালন করেছেন তিনি। সেই স্বপ্নেরই বাস্তবায়ন হয় এই কিছু দিন আগে। মুক্তি পায় অ্যাটলি-শাহরুখ জুটির প্রথম ছবি ‘জওয়ান’। ছবিটি ব্লকবাস্টার। বক্স অফিসে দারুণ ফল করেছে এই ছবি। শুধু এ দেশেই নয়, গোটা বিশ্বেই এই ছবির পারফর্মম্যান্স বেশ ভাল। এবার কি ‘জওয়ান’এর পরবর্তী লক্ষ্য অস্কার? এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, “অবশ্যই। দেখা যাক, শাহরুখ খান স্যর যদি এই সাক্ষাৎকারটি পড়েন তবে ওঁকে বলতে চাই, “স্যর, ছবিটি কি অস্কারে নিয়ে যাওয়া যায়?”

অ্যাটলির কেরিয়ার বলছে, এখনও পর্যন্ত কোনও ফ্লপ ছবি উপহার দেননি তিনি। দক্ষিণ তাঁকে আগেই চিনেছে, এবার গোটা বিশ্ব জানে তাঁর নাম। এখনও পর্যন্ত ছবিটির যা পারফরম্যান্স তাতে স্পষ্ট যে এই ছবি ১০০০ কোটি ছোঁবেই। ছবিটিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন নয়নতারা ও বিজয় সেতুপতি।