সুরজ বরজাতিয়ার ‘ম্যানে পেয়ার কিয়া’ একটি ক্লাসিক। ছবিতে অভিনয় করেছিলেন অল্প বয়সি সলমনও। সেই ছবিটি ছিল ভাগ্যশ্রীর বলিউড ডেবিউ। দশকের পর দশক কেটে গিয়েছে ছবিটি মুক্তি পেয়েছে। দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। সম্প্রতি বিগ বস ১৫-তে একটি ছবির অসামান্য দৃশ্য পুনরায় তৈরি করেছিলেন সলমন-ভাগ্যশ্রী। নিজেরা তো বটেই দর্শকও হাঁটতে শুরু করেন স্মৃতির স্মরণী দিয়ে। ১৯৮৯ সালে মুক্তি পায় ছবিটি। প্রথম ছবিতে মাত করার পর কেরিয়ার সবে শুরু করেছিলেন। ধীরে ধীরে কাজ থামিয়ে দিলেন তিনি। ঘোর সংসারী হলেন। স্বামী, কন্যা, পুত্রই হয়ে উঠল অভিনেত্রীর আজ-কাল-পরশু। কিন্তু ইদানিং কিছু ছবিতে কাজ করেছেন ভাগ্যশ্রী। কাজ করেছেন ‘থালাইভি’, ‘রাধে শ্যাম’-এ। সম্প্রতি কন্যা অবন্তিকা দাসানি জানিয়েছেন, ‘ম্যানে পেয়ার কিয়া’ প্রথমবার দেখে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বার বার দেখেছিলেন। তারপর ছবিটি দেখা শেষ করতে পেরেছিলেন তারকা সন্তান।
অবন্তিকা জানিয়েছেন, “অনেক ছোট ছিলাম যখন, ছবিটা অনেকবার দেখেছিলাম। যখন প্রথম দেখি, সহ্য করতে পারিনি। ছবিতে মা দুঃখ পাচ্ছিলেন বলে নয়। আমি গোটা বিষয়টাই সহ্য করতে পারছিলাম না। উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম।”
অনেক পরে অবন্তিকা বুঝেছিলেন, ছবিটি দর্শকের জন্য। বুঝেছিলেন, ছবিতে ভাগ্যশ্রীর চরিত্রটিও দর্শকের জন্যই তৈরি হয়েছিল। বলেছেন, “ছোট থেকেই দেখেছি, যেখানেই আমরা যেতাম, মাকে সকলে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। ছবি মুক্তির ৩০ বছর পরও তেমনটাই হতে দেখেছি। বার বার মনে হয়েছে, সত্যি যদি এরকম ভাল কিছু তৈরি করা হয়, বছরের পর বছর সেই কদর থেকে যায়।”
আরও পড়ুন: Tollywood: উদয় প্রতাপের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় ডেবিউ প্রত্যুষার
আরও পড়ুন: Shehnaaz Gill: ব্যবহারে আমূল পরিবর্তন! শেহনাজকে দেখে চিন্তায় ভক্তরাও
আরও পড়ুন: Oscars 2022: প্রকাশ্যে মনোনয়ন তালিকা, জায়গা হল না ‘জয় ভীম’-এর
সুরজ বরজাতিয়ার ‘ম্যানে পেয়ার কিয়া’ একটি ক্লাসিক। ছবিতে অভিনয় করেছিলেন অল্প বয়সি সলমনও। সেই ছবিটি ছিল ভাগ্যশ্রীর বলিউড ডেবিউ। দশকের পর দশক কেটে গিয়েছে ছবিটি মুক্তি পেয়েছে। দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। সম্প্রতি বিগ বস ১৫-তে একটি ছবির অসামান্য দৃশ্য পুনরায় তৈরি করেছিলেন সলমন-ভাগ্যশ্রী। নিজেরা তো বটেই দর্শকও হাঁটতে শুরু করেন স্মৃতির স্মরণী দিয়ে। ১৯৮৯ সালে মুক্তি পায় ছবিটি। প্রথম ছবিতে মাত করার পর কেরিয়ার সবে শুরু করেছিলেন। ধীরে ধীরে কাজ থামিয়ে দিলেন তিনি। ঘোর সংসারী হলেন। স্বামী, কন্যা, পুত্রই হয়ে উঠল অভিনেত্রীর আজ-কাল-পরশু। কিন্তু ইদানিং কিছু ছবিতে কাজ করেছেন ভাগ্যশ্রী। কাজ করেছেন ‘থালাইভি’, ‘রাধে শ্যাম’-এ। সম্প্রতি কন্যা অবন্তিকা দাসানি জানিয়েছেন, ‘ম্যানে পেয়ার কিয়া’ প্রথমবার দেখে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বার বার দেখেছিলেন। তারপর ছবিটি দেখা শেষ করতে পেরেছিলেন তারকা সন্তান।
অবন্তিকা জানিয়েছেন, “অনেক ছোট ছিলাম যখন, ছবিটা অনেকবার দেখেছিলাম। যখন প্রথম দেখি, সহ্য করতে পারিনি। ছবিতে মা দুঃখ পাচ্ছিলেন বলে নয়। আমি গোটা বিষয়টাই সহ্য করতে পারছিলাম না। উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম।”
অনেক পরে অবন্তিকা বুঝেছিলেন, ছবিটি দর্শকের জন্য। বুঝেছিলেন, ছবিতে ভাগ্যশ্রীর চরিত্রটিও দর্শকের জন্যই তৈরি হয়েছিল। বলেছেন, “ছোট থেকেই দেখেছি, যেখানেই আমরা যেতাম, মাকে সকলে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। ছবি মুক্তির ৩০ বছর পরও তেমনটাই হতে দেখেছি। বার বার মনে হয়েছে, সত্যি যদি এরকম ভাল কিছু তৈরি করা হয়, বছরের পর বছর সেই কদর থেকে যায়।”
আরও পড়ুন: Tollywood: উদয় প্রতাপের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় ডেবিউ প্রত্যুষার
আরও পড়ুন: Shehnaaz Gill: ব্যবহারে আমূল পরিবর্তন! শেহনাজকে দেখে চিন্তায় ভক্তরাও
আরও পড়ুন: Oscars 2022: প্রকাশ্যে মনোনয়ন তালিকা, জায়গা হল না ‘জয় ভীম’-এর