Brahmastra 2 & 3: আর জল্পনা নয়, কবে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’ ২ ও ৩, খোদ পরিচালক জানালেন তারিখ
Ayan Mukherjee: এই জল্পনা যে কেবলই হাওয়ায় উড়িয়ে দেওয়া নয়, তার প্রমাণ মিলল এবার। ৪ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় সুখবর শোনালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

২০২২ সালে সিনেপাড়ার অধিকাংশটাই জুড়ে ছিল একটি ছবির খবর, ব্রহ্মাস্ত্র। না, কেবল এই একটি বছরই নয়, বরং গত তিন বছর ধরে এই ছবি সকলের মনে ঝড় তুলেছিল বেশ কিছু কারণ বশত। যার মধ্যে অন্যতম হল আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পর্ক। এই ছবি সেটেই চলে মন দেওয়া নেওয়ার পালা। ঝড়ের গতিতে ভাইরাল হয় জুটির সমস্ত খবর। ছবি মুক্তি পাওয়া মাত্রই তা বক্স অফিসে ঝড় তোলে। করোনা অতিমারীর পর বলিউডে প্রথম ভাল ব্যবসা করা ছবি হল ব্রহ্মাস্ত্র। তবে .দীর্ঘদিন অপেক্ষা করে এই ছবির মুক্তি পাওয়া, ফলে এর পরবর্তীত দুই পর্বও যে বেশ কিছুটা সময় নেবে মুক্তি পেতে তা বলাই বাহুল্য। যদিও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন আগে থেকে তিনি স্থির করেননি যে এই ছবি সিক্যুয়েল রাখা হবে কি না।
অয়নের কথায়, ব্রহ্মাস্ত্র জ্যঁরের ছবি ভারতের বুকে হয়নি। ফলে এই ছবি কতটা দর্শকেরা গ্রহণ করতেন, তা নিয়ে খানিক ধোঁয়াশা ছিল তাঁর মনে। জানিয়েছিলেন, দর্শকেরা যদি ছবি নিয়ে ভাল প্রতিক্রিয়া দেন, তবেই এই ছবির সিক্যুয়েলে কাজ করবেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। তবে ছবি ভাল ফল করায় তিনি স্থির করেছিলেন ছবির পর পর আরও দুই পর্ব তৈরি করবেন।
View this post on Instagram
এই জল্পনা যে কেবলই হাওয়ায় উড়িয়ে দেওয়া নয়, তার প্রমাণ মিলল এবার। ৪ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় সুখবর শোনালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। একটি দীর্ঘ বিবৃতি শেয়ার করলেন সকলের সঙ্গে। যেখানে স্পষ্ট লেখা, ব্রহ্মাস্ত্র ২ মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র ৩। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই খবর। কমেন্ট বক্সে ভক্তদের নজরকাড়া উত্তেজনা। এখানেই শেষ নয়, তিনি আরও জানান, এক অন্য ইউনিভার্সের ছবিও তৈরি করতে চলেছেন তিনি। সকলের অনুমাণ হৃত্বিক রোশন অভিনীত ছবি ওয়ার ২।
