Ayushmann Khurrana: ‘তোমাকে বিক্রি করা যাবে না’, আয়ুষ্মানকে বলেছিলেন এক পরিচালক!

Ayushmann Khurrana: আয়ুষ্মান জানিয়েছেন, তাঁর বিখ্যাত ছবি ‘দম লাগাকে হাইসা’র পর দু’বছর তিনি অপেক্ষা করেছিলেন। কোনও ছবিতে অভিনয় করেননি। কারণ ভাল চিত্রনাট্যের জন্য অপেক্ষা ছিল তাঁর।

Ayushmann Khurrana: ‘তোমাকে বিক্রি করা যাবে না’, আয়ুষ্মানকে বলেছিলেন এক পরিচালক!
আয়ুষ্মান খুরানা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 6:55 AM

আয়ুষ্মান খুরানা। বলিউডের এক অন্য ধারার অভিনেতার নাম। বেশ কিছু বক্স অফিস সফল ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি। এ হেন অভিনেতাকে এক পরিচালক একবার নাকি জানিয়েছিলেন, আয়ুষ্মানের কোনও বাজার দর নেই! ‘ভিকি ডোনার’ দিয়ে ডেবিউ করা অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব স্ট্রাগলের দিনের কথা তুলে ধরেছেন।

আয়ুষ্মানের কথায়, “এক অন্যতম পরিচালক আমাকে বলেছিলেন, আয়ুষ্মান তোমাকে বিক্রি করা যাবে না। আমি একটা ছবি করতে রাজি হইনি। তখন বলেছিলেন, তোমাকে তো বিক্রি করা যাবে না। তা হলে কেন ছবিটা করতে রাজি হচ্ছ না? এমন ভাব করছিলেন, যেন ওই ছবিটা অফার করে আমার উপকার করেছিলেন উনি।”

আয়ুষ্মান জানিয়েছেন, তাঁর বিখ্যাত ছবি ‘দম লাগাকে হাইসা’র পর দু’বছর তিনি অপেক্ষা করেছিলেন। কোনও ছবিতে অভিনয় করেননি। কারণ ভাল চিত্রনাট্যের জন্য অপেক্ষা ছিল তাঁর। ২০১৯-এ ‘অন্ধাধুন’-এ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। কিন্তু আজকের সাফল্যের নেপথ্যে তাঁরও স্ট্রাগলের কাহিনি রয়েছে।

‘আর্টিক্যাল ১৫’-এর পর ফের একবার একসঙ্গে কাজ করেছেন পরিচালক অনুভব সিনহা ও আয়ুষ্মান খুরানা। ছবির নাম ‘অনেক’। অরুণাচল প্রদেশে ছিল শুটিং। ছবি মুক্তির অপেক্ষায়। জানা গিয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ৩১ মার্চ। ছবির প্রযোজক অনুভব সিনহা ও ভূষণ কুমার।

‘রোডিজ়’-এর প্রথম সিজ়নের প্রতিযোগী আয়ুষ্মান। সে সময়ই তাঁর মধ্যে অন্য কিছু আবিষ্কার করতে পেরেছিলেন বিচারক থেকে আমজনতা। তারপর ছবির জগতে যাত্রা শুরু। ভাল গানও করেন আয়ুষ্মান। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তাঁর ভিন্ন স্বাদের ছবি বলিউডে নতুন জঁরের জন্ম দিয়েছে – ‘আয়ুষ্মান টাইপ’ ছবি।

আয়ুষ্মান নিজের দক্ষতার উপর প্রথম থেকেই বিশ্বাসী ছিলেন। তাই ভাল কাজের জন্য অপেক্ষা করতেও রাজি তিনি। নিজের লক্ষ্যে অবিচল ছিলেন বলেই বলিউডে তিনি আলাদা জায়গা তৈরি করে নিতে পেরেছেন বলে মনে করেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন, Devlina Kumar and Gourab Chatterjee: প্রথম বিবাহবার্ষিকী, কী ভাবে সেলিব্রেট করছেন গৌরব-দেবলীনা?