Bhumi Pednekar: ভালবাসা ভালবাসাই, সকলের জন্যেই সেটা সমান: ভূমি পেডনেকর
প্রেম দিবসকে কেন্দ্র করে আর কী বলেছেন ভূমি পেডনেকর?
ফ্যাঞ্চাইজ়ির প্রথম ছবি ‘বাধাই হো’। ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা। ভূমির অন্যতম প্রিয় সহ-অভিনেতা। তাঁর সঙ্গে ডেবিউ ছবি ‘দম লাগাকে হাইসা’তে অভিনয় করেছিলেন ভূমি। ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘বাধাই দো’। সেই ছবিতে অন্য প্রিয় সহ-অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে এই যোগসূত্র কতখানি উপভোগ করছেন ভূমি। উত্তরে অভিনেত্রী টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “একেবারেই। উৎযাপন করার মতোই ছবি। পরিবারের সকলের একসঙ্গে বসে দেখার মতো ছবি তৈরি করছে এই ফ্যাঞ্চাইজ়ি। সেই সঙ্গে ছেড়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু বার্তাও। সামাজিক ধ্যানধারণাকে পালটাচ্ছে এই ছবি। ‘বাধাই হো’ আয়ুষ্মানের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। দর্শকের অনেক ভালবাসা পেয়েছে। আমার আশা ‘বাধাই দো’ও সেই ধরনেরই ভালবাসা পাবে।”
লতা মঙ্গেশকরের মৃত্যুকে ঘিরে সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েন শাহরুখ খান। তাঁর দুয়াকে ঘিরে তৈরি হয় বিতর্ক। ঘটনাটি নিয়ে মুখ খুলেছিলেন ভূমি নিজেও। শাহরুখের সপক্ষে কথা বলার জন্য তিনিও ট্রোলড হয়েছেন ভীষণরকম। ভূমি বলেছেন, “আমি ট্রোলিং নিয়ে বেশি কিছু জানতামও না। আমি কেবল ছবিটি শেয়ার করেছিলাম। মনে হয়েছিল এটাই তো আমাদের দেশ। ভারতে সকলে একসঙ্গে বসবাস করেন। আমি বলেছিলাম, ভালবাসা ভালবাসাই। সকলের জন্যেই সেটা সমান। সেটাই আমি বিশ্বাস করি।”
সারা শাড়িতে বিভিন্ন ভাষায় প্রেম কথাটি লেখা ছিল ভূমির। নেটমাধ্যমে ভয়ানক ভাইরাল হয়েছিল ছবিটি। ভূমি বলেছেন, “আবু জানি সন্দীপ খোসলা তৈরি করেছিলেন শাড়িটি। আইডিয়াটি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। প্রেম উৎযাপন করেছিল শাড়িটি। সেটাই আমাদের ছবি ‘বাধাই দো’-এর কনসেপ্ট। প্রেম।”
সামনেই প্রেম দিবস। অনুরাগীদের জন্য ভূমি বলেছেন, “আমি একটাই কথা বলব, যান ‘বাধাই দো’ দেখে আসুন। প্রিয়জনকে নিয়ে ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল করে তুলুন।”