Bollywood Upcoming Movies: ২০২৩ জুড়ে বলিউডের সুপারহাইপড ১৪ টি ছবির তালিকা, রয়েছে কে, মুক্তিই বা কবে?
Bollywood Movies: ২০২৩ সালে বলিউডে জুড়ে মুক্তি পাবে একগুচ্ছ ছবি। কবে কোন ছবি মুক্তি পাবে বছরের শুরুতে সেই তালিকায় আপনার জন্য...
২০২২ সাল বলিউডের জন্য খুব একটা শুভ হয়নি বলিউডের। হিটের থেকে ফ্লপের সংখ্যাই বেশি। ২০২৩ সালে বলিউডে জুড়ে মুক্তি পাবে একগুচ্ছ ছবি। কবে কোন ছবি মুক্তি পাবে বছরের শুরুতে সেই তালিকায় আপনার জন্য…
১। ছবির নাম ‘কুত্তে’। অভিনয়ে অর্জুন কাপুর, কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন। আনুমানিক মুক্তি ১৩ জানুয়ারি।
২। ছবির নাম ‘মিশন মঞ্জু’। অভিনয়ে সিদ্ধার্থ মালহোত্র, রশ্মিকা মন্দানা। মুক্তি পাবে ২০ জানুয়ারি
৩। ছবির নাম ‘পাঠান’। শাহরুখ খানের কামব্যাক ছবি। থাকবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। মুক্তি পাবে ২৫ জানুয়ারি
৪। ছবির নাম ‘শেহজাদা’। অভিনয়ে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন। মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি।
৫। রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুটি হ্যায় মক্কর’ মুক্তি পাবে ৮ মার্চ।
৬। অজয় দেবগণ ও তব্বুর ছবি ‘ভোলা’ মুক্তি পাবে ৩০ মার্চ।
৭। বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের ছবি ‘বাওয়াল’ মুক্তি পাবে ৭ এপ্রিল।
৮। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে ২১ এপ্রিল। মুখ্য ভূমিকায় ভাইজান সলমন খান। এটিই শেহনাজ গিলের প্রথম ছবি।
৯। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ আসছে ২৮ এপ্রিল। থাকছেন আলিয়া ভাট ও রণবীর সিং।
১০। ‘ড্রিম গার্ল ২’তে থাকছেন আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে। মুক্তি পাবে ২৩ তারিখ, জুন মাসের
১১। কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের ছবি ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি পাবে ২৯ তারিখ
১২। ‘যোধা’ মুক্তি পাবে ৭ জুলাই, অভিনয়ে সিদ্ধার্থ মালহোত্রা ও দিশা পাটানি
১৩। ‘অ্যানিম্যাল’ মুক্তি পাবে ১১ অগস্ট। অভিনয়ে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা
১৪। সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সুপারহাইপড ছবি ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ার কথা ১০ নভেম্বর
১২। ভিকি কৌশল, সানায়া মালহোত্র, ও ফতিমা সানা শেখের ছবি ‘সাম বাহাদুর’ মুক্তি পাওয়ার কথা ১ ডিসেম্বর
১৩। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘ বড় মিয়াঁ ছোটে মিয়াঁ’ মুক্তির কথা ২২ ডিসেম্বর
১৪। শাহরুখ খান ও তাপসী পান্নুর ছবি ‘ডানকি’ মুক্তির কথা ১১ ডিসেম্বর
একগুচ্ছ সুপারহাইপড ছবি মুক্তির কথা রয়েছে এই ২০২৩-এ। কোন ছবি হিট করে আর কোন ছবি ফ্লপ এখন সেটাই দেখার…