Katrina Kaif: বিয়ের আগে ‘ফেসজব’ করালেন ক্যাটরিনা! নেটজুড়ে অভিনেত্রীকে নিয়ে ট্রোল
তাঁদের দাবি, যত দিন যাচ্ছে ক্যাটরিনা নাকি 'বোটক্স কুইন' হয়ে গিয়েছেন। একজন লিখেছেন, "প্লাস্টিক সার্জারি আর বোটক্স তাঁর মুখ একেবারে নষ্ট করে দিয়েছে। একদম অন্য রকমের দেখাচ্ছে।"
বিয়ের আর বেশি নেই। এই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা কাইফ। পাত্র ভিকি কৌশল। তার আগেই নেটদুনিয়ায় জোর শোরগোল। ক্যাটরিনা নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। করিয়েছেন ফেসজব। তাঁর এখনকার ও আগের বেশ কিছু ছবি শেয়ার করে এমনটাই দাবি করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। অনেকেই আবার এ নিয়ে দুঃখও প্রকাশ করেছেন।
তাঁদের দাবি, যত দিন যাচ্ছে ক্যাটরিনা নাকি ‘বোটক্স কুইন’ হয়ে গিয়েছেন। একজন লিখেছেন, “প্লাস্টিক সার্জারি আর বোটক্স তাঁর মুখ একেবারে নষ্ট করে দিয়েছে। একদম অন্য রকমের দেখাচ্ছে।” আর একজন লিখেছেন, “ওঁরা কি মনে করেন এই সব ফিলার ব্যবহার করে তাঁদের আরও অনেক সুন্দর দেখায়? একবার শুরু করলে এই প্রক্রিয়ার আর কোনও শেষ নেই। ওঁকে তো এখন চেনাই যাচ্ছে না।” যদিও অভিনেত্রী আদপে ফেসজব করিয়েছেন কিনা তা নিয়ে তাঁর ও তাঁর টিমের পক্ষ থেকে কোনও রকম মন্তব্য করা হয়নি। কিছুদিন আগেই জানা গিয়েছে রাজস্থানে ৭০০ বছর পুরনো প্রাসাদকেই বিয়ের ভেনু হিসেবে বেছে নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা।
Why do they always overdo it with Botox and fillers… Is this like an addiction? Once you start and then there is no turning back. She is unrecognisable…! #KatrinaKaif pic.twitter.com/Vw5eecfouF
— justsangacious (@justsangacious) September 17, 2021
বিয়ের অনুষ্ঠান হবে বারওয়ারার সিক্স সেন্স ফোর্টে। যে দুর্গকে অভয়ারণ্য ও হোটেলে রূপান্তরিত করা হয়েছে। একটা সময় রাজস্থানের রাজ পরিবারের মালিকানা ছিল এই দুর্গের। তাঁদের মালিকানায় ছিল একটি প্রাসাদ ও দুটি মন্দির। এই তিনটি স্থাপত্যই দুর্গে অবস্থিত। এ হেন রাজকীয় প্রাসাদের একটি রুমের এক রাতের ভাড়া কত জানেন?
মুম্বইয়ের সংবাদমাধ্যম বলছে, রুমের অন্দরসজ্জার উপর ভিত্তি করে বেশ কিছু তারতম্য রয়েছে। বেসিক রুমের প্রতি রাতের ভাড়া ৭৭ হাজার টাকা। ট্যাক্স নিয়ে তা দাঁড়ায় ৯০ হাজারে। অন্যদকে রাজা মান সিং স্যুটে, সবচেয়ে উন্নত মানের স্যুটের দাম প্রায় ৫ লক্ষ টাকা। প্রতিটা রুমেরি নিজস্ব ব্যালকনি রয়েছে। রয়েছে জাকুজি বাথটব, নিজস্ব পুল। তাহলেই ভাবুন ওই টাকায় আম-আদমির দু’তিন বার ভূ-ভারত ঘোরা হয়ে যাবে। একদিকে তাঁদের বিয়ে নিয়ে অনুরাগীদের উত্তেজনার শেষ নেই, অন্যদিকে ক্যাটরিনা এ খবর অস্বীকার করেছেন। ভিকি নীরব। যদিও সূত্র বলছে, বিয়ে হচ্ছে ঠিকই।
আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন