Bachchhan Paandey: হিন্দু ধর্মকে অসম্মানের অভিযোগ, টুইটার জুড়ে ট্রেন্ডিং ‘বয়কট বচ্চন পাণ্ডে’!
Bachchhan Paandey: ছবির নাম ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। বচ্চন পাণ্ডে রূপী অক্ষয় এই ছবিতে আদপে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার। আর এখানেই আপত্তি নেটিজনদের একটা বড় অংশের।

মুক্তি দিন দুয়েকের মধ্যেই বিপাকে বচ্চন পাণ্ডে। টুইটার জুড়ে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বচ্চন পাণ্ডে। তার বিরুদ্ধে অভিযোগ ছবিতে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে।
ছবির নাম ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। বচ্চন পাণ্ডে রূপী অক্ষয় এই ছবিতে আদপে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার। আর এখানেই আপত্তি নেটিজনদের একটা বড় অংশের। কেন হিন্দু নামের কোনও ব্যক্তিকে গ্যাংস্টার রূপে দেখানো হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এরই পাশাপাশি ছবির একটি গানে বৈষ্ণব দেবীর ভজনকে বিকৃত করার অভিযোগও এনেছেন কয়েকজন নেটিজেন। এমনকি ছবি প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার ধর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও বচ্চন পাণ্ডে টিমের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
ছবিটির পরিচালক ফারহাদ সামজি। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন কৃতি ও জ্যাকলিন। ছবির প্লট বলছে, কৃতি ওরফে মাইরা একজন উঠতি পরিচালক। গ্যাংস্টারের জীবনী নিয়ে ছবি বানানোর উদ্দেশে সে দেখা করে বচ্চন পাণ্ডের সঙ্গে। অন্যদিকে জ্যাকলিন এখানে বচ্চনের প্রেমিকার ভূমিকায়। এই ছবি নিয়ে প্রথম থেকেই ভক্তমহলে উচ্ছ্বাস ছিল ষোলোআনা।
কিন্তু ছবি মুক্তির পরে সেই উৎসাহে ভাঁটা পড়েছে। বরং ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে নেটিজেনদের মধ্যে উন্মাদনা অনেক বেশি। অনেকেই বলেছেন, যে সূক্ষ্ম বুদ্ধিমত্তা ছবির ট্রেলারেও দেখা গিয়েছিল তা গোটা ছবিতে নেই বললেও চলে।
How many people around you had you convinced to Boycott Hinduphobic Bollywood runs for Dawood Ibrahim ?
I had convinced 157 people in my circle what about you ?#BoycottBollywood#BoycottBachchhanPaandey pic.twitter.com/Hw0QN7KRwQ
— Nitika Singh??? (@itsNitikaSingh) March 17, 2022





