Debina-Gurmeet: মা হচ্ছেন দেবিনা, দ্বিতীয় বিয়ের আমেজ কাটতে না কাটতেই খুশির জোয়ার পরিবারে

২০১১ সালে দেবিনার বিয়ে বাঙালি রীতি মেনে হয়নি। কিন্তু শোভাবাজারের মেয়ের বরাবরই ইচ্ছে ছিল টোপর পরে, লাল বেনারসীতে নিজেকে মুড়ে বাঙালি বধু সেজে পঞ্জাবি স্বামীর গলায় মালা দেবেন।

Debina-Gurmeet: মা হচ্ছেন দেবিনা, দ্বিতীয় বিয়ের আমেজ কাটতে না কাটতেই খুশির জোয়ার পরিবারে
খুশির জোয়ার পরিবারে

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 10, 2022 | 4:23 PM

 

মা হতে চলেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। স্বামী গুরমিত এ খবর জানিয়েছেন বুধবারেই। সংসারে নতুন অতিথির আগমন। স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা। স্ত্রীর বেবি বাম্পের ছবিও শেয়ার করে গুরমিত লিখেছেন, ‘জুনিয়র চৌধুরী আসছে’।

শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রথম ধারাবাহিক ‘রামায়ণ’-এ অভিনয়ের সময়েই পর্দার রাম-সীতার প্রেম গড়ায় বাস্তবেও। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। বলিউডের অন্দর বলে বিয়ের দিন থেকেই তাঁদের বন্ডিং বেশ ভাল। এখনও পর্যন্ত নেই কোনও গসিপ, নেই তৃতীয় ব্যক্তির আগমনের খবরও। ২০১১ সালে বিয়ে হলেও গত বছর অর্থাৎ ২০২১-এ আবারও বিয়ে করেন তাঁরা। ভাবছেন তো, এ কী রকম?

২০১১ সালে দেবিনার বিয়ে বাঙালি রীতি মেনে হয়নি। কিন্তু শোভাবাজারের মেয়ের বরাবরই ইচ্ছে ছিল টোপর পরে, লাল বেনারসীতে নিজেকে মুড়ে বাঙালি বধু সেজে পঞ্জাবি স্বামীর গলায় মালা দেবেন। সেই ভাবনাই বাস্তবায়িত করতে কেটে গিয়েছে ১০ বছর। ২০২১-এ কলকাতায় গুরমিতকেই আবারও বিয়ে করেন দেবিনা। পায়ে হেঁটে কলকাতা ঘুরেও দেখেন দুজনে। কখনও প্রিন্সেপ ঘাট আবার কখনও বা ভাড়ে ধোঁয়া ওঠা চায়ের স্বাদ– প্রেমের শহরে ভালবাসার জাল বুনেছিলেন তাঁরা। বুধবার গুরমিত সুখবর দিতেই সামাজিক মাধ্যমে খুশির ঢল। সেলেব থেকে সাধারণ– শুভেচ্ছা বার্তা নেমে এসেছে সব পক্ষ থেকেই।

রামায়ণ ধারাবাহিকের একসঙ্গে প্রথম অভিনয় দেবিনা-গুরমিতের। দেবিনা অভিনয় করেছিলেন সীতার চরিত্রে অন্যদিকে গুরমিতকে দেখা গিয়েছিল রামের ভূমিকায়। ধারাবাহিক শেষ হয়ে গেলেও প্রেম ফুরিয়ে যায়নি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে চুপিসারে বিয়ে করেন তাঁরা। যদিও কাজ ক্ষতিগ্রস্ত হয়নি। কেরিয়ারের পিকে থেকেও বিয়ের সিদ্ধান্ত মোটেও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের ক্ষেত্রে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তাঁরা। জি-ফাইভের দ্য ওয়াইফ সিরিজে শেষ দেখা গিয়েছে গুরমিতকে। তবে এখন শুধুই আগামীর অপেক্ষা। আর মাত্র কয়েক মাসের মধ্যে আসছে সে।

 

আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে

আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়