জিয়া খানের শেষকৃত্যে পরা পোশাক নিলামে দিয়ে রোষের শিকার দীপিকা

৩ জুন, ২০১৩। মাত্র ২৫ বছর বয়সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সে সময় বলিউডের অন্যতম উজ্জ্বল নবাগতা অভিনেত্রী জিয়া খান। তাঁর মৃত্যু নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি।

জিয়া খানের শেষকৃত্যে পরা পোশাক নিলামে দিয়ে রোষের শিকার দীপিকা
জিয়া-দীপিকা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 3:59 PM

আত্মহত্যা করেছিলেন জিয়া খান। স্তব্ধ হয়েছিল বলিউড। সহকর্মীর শেষ যাত্রায় হাজির ছিলেন দীপিকা পাড়ুকোনও। পরেছিলেন সাদা রঙের কুর্তি। সম্প্রতি সেই কুর্তি নিয়েই বিতর্কে তিনি।

জিয়ার শেষকৃত্যে যে কুর্তি পরেছিলেন দীপিকা ৮ বছর পর সেই কুর্তিই নিলামে দিয়ে দিলেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মারা যাওয়ার পরেও যে পোশাক পরে অভিনেত্রীকে সান্ত্বনা দিতে এসেছিলেন দীপিকা সেই পোশাকও নিলামে দিয়েছেন ‘পদ্মাবতী’। মাঝেমধ্যেই দীপিকা তাঁর পোশাক নিলামে দেন, এ খবর সকলেরই জানা। এক অলাভজনক সংস্থা লিভ লাভ লাফ-এর পাশে দাঁড়াতেই তাঁর এই উদ্যোগ। যে পয়সা ওঠে তার পুরোটাই ওই সংস্থাকে দান করেন দীপিকা। এ কারণে আগে প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু যে দুই পোশাক এই বার তিনি নিলামে দিয়েছেন তার সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু স্মৃতি, বেশ কিছু মানুষের শেষ সময়ের গন্ধ মাখা আখ্যান।

প্রসঙ্গত, দুটি কুর্তিই বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু সঙ্গী হয়েছে বিতর্ক। কী করে দীপিকা বিশেষ ওই দুই কুর্তি বিক্রি করে দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একটা বড় অংশ। এক নেটিজেনের বক্তব্য, “দীপিকা আমার প্রিয়। কিন্তু কী করে ও এমনটা করতে পারে আমার কিছুতেই মাথায় আসছে না।” আর একজনের বক্তব্য, “ওই দুই কুর্তি তো শুধু কুর্তি নয়। জিয়ার মৃত্যু বলিউডে কী প্রভাব ফেলেছিল তা তো সবার জানা। দীপিকার এই কাজ আমায় ভীষণ কষ্ট দিয়েছে। যদি দান করতেই হতো দরকার রয়েছে এমন কোনও মানুষকে বিনামূল্যে দিতে পারত। এটি দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে, দীপিকা তুমি ক্লাসলেস।”

৩ জুন, ২০১৩। মাত্র ২৫ বছর বয়সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সে সময় বলিউডের অন্যতম উজ্জ্বল নবাগতা অভিনেত্রী জিয়া খান। তাঁর মৃত্যু নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি। জিয়া তাঁর দীর্ঘ সুইসাইড নোটে আঙুল তুলেছিলেন পরিচালক আদিত্য পাঞ্চোলীর ছেলে সুরজ পাঞ্চোলীর উপর। বাচ্চা নষ্ট করার অভিযোগ থেকে শুরু করে, মানসিক এবং শারীরিক নির্যাতন… সুইসাইড নোটের পরতে পরতে ছিল একরাশ অভিমান, অভিযোগ। জিয়ার মৃত্যুর পর থেকেই তাঁর মা রাবেয়া খান বারেবারেই দাবি করেছিলেন তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অনুসন্ধান দাবি করেছিল জিয়ার মৃত্যু আত্মহত্যাই। জিয়ার ঠোটে আঘাতের চিহ্ন ছিল। সিবিআই জানিয়েছিল, গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর সময় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছিলেন জিয়া। আর তারই ফল ওই জমাট বাঁধা কালো দাগ। এমন এক স্পর্শকাতর মৃত্যুর শেষকৃত্যে অংশ নেওয়া দীপিকা কী করে সেই পোশাক বিক্রি করে দিতে পারেন, সে হিসেব মেলাতে পারছেন না দীপিকার অগণিত ভক্তরাও।

যদিও দীপিকা এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। মন্তব্য করেননি শুধু নয়, ট্রোলকেও পাত্তা দিতে নারাজ দীপিকা। তাঁর ইনস্টাগ্রাম জুড়ে এখন শকুন বাত্রার ছবির ‘বিহাইন্ড দ্য সিন’ রিল ভিডিয়ো। ওই ছবিতে দীপিকার সঙ্গী হয়েছে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী। ছবিতে এক ফিটনেস ইনস্ট্রাকটরের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। অনন্যার দিদির ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিদ্ধান্তের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করবেন দীপিকা। প্রসঙ্গত, গত বছর এই ছবির শুটেই দীপিকা যখন আউটডোরে তখন মাদককাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে তাঁর ডাক পড়েছিল। স্বামী রণবীরের সঙ্গে শুটিং ছেড়ে তিনি উড়ে এসেছিলেন মুম্বই। কাজ মিটলে আবারও যোগ দিয়েছিলেন শুটে।

আরও পড়ুন- সিপিএম-এ বিজেপির রূপা, অনিন্দ্য!… ক্ষোভ উগরে দিয়ে দল ত্যাগের কথা রাহুল-শ্রীলেখার মুখে