হতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন একসঙ্গে একটা স্বপ্ন দেখিয়েছিলেন। কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন তাঁদের প্রথম ছবি ‘ফাইটার’। শুক্রবার সে ছবির মুক্তির দিনও ঘোষণা করলেন নির্মাতারা। ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে এই ছবি।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, ‘ফাইটার’ একটা স্বপ্নের ছবি। বড় পর্দার জন্যই তৈরি করা হবে এই ছবি। আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখেই তৈরি করবেন নির্মাতারা। অবশ্যই চিত্রনাট্যে থাকবে ভরপুর দেশাত্মবোধের গল্প।
অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি। হৃত্বিক অভিনীত ব্লকবাস্টার ‘ওয়ার’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দই এই ছবির ক্যাপটেন অফ দ্য শিপ। তাই ওয়ারের রেশকে জিইয়ে রেখেই তৈরি হচ্ছে ফাইটার। তবে আরও বড় ধামাকার সঙ্গে আসছে এই ছবি। বলি অন্দরের অনেকেই মনে করছেন, ওয়ারের সব রেকর্ড ভেঙে দেবে ‘ফাইটার’। তাক লাগাবে এই ড্রিম প্রজেক্ট। ছবির কাস্টের নাম সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। যে জুটিকে দর্শক আগে কখনও দেখেননি, তার জন্য আলাদা উচ্ছ্বাস থাকাটা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।
On #RepublicDay 2023, get ready to experience India’s first aerial action franchise #Fighter starring @iHrithik and @deepikapadukone@AndhareAjit #SiddharthAnand @itsMamtaA @MarflixP @ramonchibb @ankupande
— Viacom18 Studios (@Viacom18Studios) August 13, 2021
এ দিকে দীপিকা, হৃত্বিক সহ ফাইটারের গোটা টিম এখন চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই প্রমাণ মিলেছে হৃত্বিকের সোশ্যাল মিডিয়াতেও। পরিচালক সিদ্ধার্থের সঙ্গে তিনটি ছবি পোস্ট আগেই করেছেন হৃত্বিক। ক্যাপশনে লিখেছিলেন, ‘টেকঅফের জন্য গোটা গ্যাং প্রস্তুত’। হ্যাশট্যাগে লিখেছেন, ‘ফাইটার’। আর তাতেই স্পষ্ট হয়েছে, টিম ফাইটার ছবির কাজ শুরু করে দিয়েছে।
‘ফাইটার’ দেশের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি। একটু খোলসা করে বললে, আকাশে থাকবে যুদ্ধের সিকুয়েন্স। হলিউডের অ্যাকশন ছবিতে হামেশাই দেখা যায় এই ধরনের অ্যাকশনের দৃশ্য। এতেই বোঝা যাচ্ছে, ছবিটি হলিউডকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। গ্লোবাল দর্শকের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ফাইটার। ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল। পৃথিবীর বিভিন্ন লোকেশনে শুটিং হবে। হৃত্বিককে দেখা যাবে সম্পূর্ণ নতুন অবতারে। এক এয়ার ফোর্স অফিসারের চরিত্রে। ভারতীয় ফ্লেভারের মিশেলে থাকবে বীরত্ব, আত্মত্যাগ ও জাতীয়তাবাদের গাথা। আরও চমক, ছবিটি কেবল হিন্দিতে নয়, মুক্তি পাবে তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও। ‘ফাইটার’ তৈরি হচ্ছে সিনেমা হলে রিলিজের কথা মাথায় রেখেই। একক ভাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন দুজনেই বলিউডের সফল মুখ। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে জুটি হিসেবে প্রথমবার কাজ করছেন। এক ভাবে যে জনপ্রিয়তা এসেছে, জুটি হিসেবেও তেমনটাই হবে বলে আশা নির্মাতাদের। এই জুটি দর্শকের পছন্দ হলে ভবিষ্যতে ফের তাঁদের নিয়ে চিত্রনাট্য লিখবেন পরিচালকরা।
আরও পড়ুন, ‘আন্টি’ বলতে গিয়েও থমকে গেলেন পার্নো, শ্রাবন্তীকে জন্মদিনে অভিনব শুভেচ্ছা
আরও পড়ুন, প্রথমবার প্রকাশ্যে সইফ-করিনার দ্বিতীয় সন্তান জেহ, দেখুন ছবি…