প্রথমবার প্রকাশ্যে সইফ-করিনার দ্বিতীয় সন্তান জেহ, দেখুন ছবি…

Kareena Kapoor and Saif Ali Khan: শুক্রবার রণধীর কাপুরের বান্দ্রার নতুন বাড়িতে দেখা করতে যান সইফ এবং করিনা। সঙ্গে ছিল জেহ।

| Edited By: | Updated on: Aug 13, 2021 | 6:54 PM
জন্মের পর থেকে ছোট ছেলে জেহকে ক্যামেরার সামনে আনেননি সইফ আলি খান এবং করিনা কাপুর খান। এতদিন পরে অবশেষে মুম্বইয়ে পাপারাৎজির ফ্রেমবন্দি হল জেহ।

জন্মের পর থেকে ছোট ছেলে জেহকে ক্যামেরার সামনে আনেননি সইফ আলি খান এবং করিনা কাপুর খান। এতদিন পরে অবশেষে মুম্বইয়ে পাপারাৎজির ফ্রেমবন্দি হল জেহ।

1 / 7
শুক্রবার রণধীর কাপুরের বান্দ্রার নতুন বাড়িতে দেখা করতে যান সইফ এবং করিনা। সঙ্গে ছিল জেহ। গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় সইফের কোলে ছিল তাঁর ছোট ছেলে।

শুক্রবার রণধীর কাপুরের বান্দ্রার নতুন বাড়িতে দেখা করতে যান সইফ এবং করিনা। সঙ্গে ছিল জেহ। গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় সইফের কোলে ছিল তাঁর ছোট ছেলে।

2 / 7
এ দিন করিনা, সইফ ছাড়াও ববিতা এবং করিশ্মা কাপুরও রণধীরের নতুন বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান। তবে সকলের আকর্ষণের কেন্দ্রে ছিল স্টার কিড জেহ।

এ দিন করিনা, সইফ ছাড়াও ববিতা এবং করিশ্মা কাপুরও রণধীরের নতুন বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান। তবে সকলের আকর্ষণের কেন্দ্রে ছিল স্টার কিড জেহ।

3 / 7
করিনা জানিয়েছেন, হাবেভাবে ও দেখতে তৈমুরের থেকে একেবারেই আলাদা দেখতে তার ভাই জাহাঙ্গীর ওরফে জেহ। তৈমুর দেখতে বাবা সইফ আলি খানের মতো, অন্যদিকে জেহকে দেখতে হুবহু মায়ের মতো।

করিনা জানিয়েছেন, হাবেভাবে ও দেখতে তৈমুরের থেকে একেবারেই আলাদা দেখতে তার ভাই জাহাঙ্গীর ওরফে জেহ। তৈমুর দেখতে বাবা সইফ আলি খানের মতো, অন্যদিকে জেহকে দেখতে হুবহু মায়ের মতো।

4 / 7
করিনার কথায়, “আমার দুই সন্তানই চারিত্রিক দিক দিয়েও একেবারে আলাদা। তৈমুর আউটগোয়িং। কিন্তু তিন মাস বয়সেই জেহ অনেক বেশি চুপচাপ, শান্ত।”

করিনার কথায়, “আমার দুই সন্তানই চারিত্রিক দিক দিয়েও একেবারে আলাদা। তৈমুর আউটগোয়িং। কিন্তু তিন মাস বয়সেই জেহ অনেক বেশি চুপচাপ, শান্ত।”

5 / 7
এর আগে প্রথম সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সমালোচিত হয়েছিল কাপুর ও খান পরিবার। অত্যাচারী শাসক তৈমুরের নামে কী করে ছেলের নামকরণ হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। জাহাঙ্গীরের বেলাতেও অন্যথা হয়নি।

এর আগে প্রথম সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সমালোচিত হয়েছিল কাপুর ও খান পরিবার। অত্যাচারী শাসক তৈমুরের নামে কী করে ছেলের নামকরণ হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। জাহাঙ্গীরের বেলাতেও অন্যথা হয়নি।

6 / 7
করিনা এ প্রসঙ্গে বলেন, “আর কোনও উপায় নেই। আমায় ধ্যান করতে হবে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। একটি মুদ্রায় দুটি পিঠ। পজেটিভ-নেগেটিভ। এই দুই নিষ্পাপ শিশুকে নিয়ে কথা হচ্ছে। তবে হ্যাঁ আমি খুশি থাকব ও একই সঙ্গে পজেটিভ থাকব।”

করিনা এ প্রসঙ্গে বলেন, “আর কোনও উপায় নেই। আমায় ধ্যান করতে হবে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। একটি মুদ্রায় দুটি পিঠ। পজেটিভ-নেগেটিভ। এই দুই নিষ্পাপ শিশুকে নিয়ে কথা হচ্ছে। তবে হ্যাঁ আমি খুশি থাকব ও একই সঙ্গে পজেটিভ থাকব।”

7 / 7
Follow Us: