Bollywood Gossip: প্রাক্তনকে জড়িয়ে ছবি দীপিকার, ‘রণবীর সিং এমনটা করলেন সহ্য হতো?’

Bollywood Gossip: একটা ছবি, আর সেই ছবি নিয়েই এখন সব মহলে চলছে নিরন্তর আলোচনা। প্রাক্তন রণবীর কাপুরকে জড়িয়ে ছবি দিয়েছেন দীপিকা পাড়ুকোন-- শুধু তাই নয় রাতপার্টিতে একসঙ্গে হাজিরও ছিলেন দুজনে।

Bollywood Gossip: প্রাক্তনকে জড়িয়ে ছবি দীপিকার, 'রণবীর সিং এমনটা করলেন সহ্য হতো?'
'রণবীর এমনটা করলেন সহ্য হতো?'
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 3:13 PM

একটা ছবি, আর সেই ছবি নিয়েই এখন সব মহলে চলছে নিরন্তর আলোচনা। প্রাক্তন রণবীর কাপুরকে জড়িয়ে ছবি দিয়েছেন দীপিকা পাড়ুকোন– শুধু তাই নয় রাতপার্টিতে একসঙ্গে হাজিরও ছিলেন দুজনে। এর পরেই নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, ‘যা হয়েছে তা কি ঠিক?” ঠিক কোন বিষয় নিয়ে ভ্রু কুঁচকেছে নেটিজেনদের?

পার্টিতে হাজির ছিলেন না রণবীর সিং ও আলিয়া ভাট— দীপিকার রণবীরকে জড়িয়ে ধরা দেখে একজন টুইট করেন, “যদি কোনও ছেলে তাঁর প্রাক্তনের সঙ্গে এমনটা করত, মেনে নিত কি তাঁর স্ত্রী?” যদিও দীপিকা-রণবীরের হয়েও মুখ খুলেছেন কেউ কেউ…তাঁরা সমালোচকদের মনে করিয়ে দিয়েছেন, রণবীর কাপুরও কারও স্বামী। তাই একা দীপিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কী লাভ? সমালোচনা রয়েছে, রয়েছে কুমন্তব্য, তবে এ সবের মধ্যেই রণবীর ও দীপিকা পালন করেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র দশ বছর। রণবীর ও গোটা টিমের সঙ্গে ছবি শেয়ার করে দীপিকা লেখেন, “স্মৃতি আদপে একটি মিষ্টির বাক্সের মতো। একবার খুললে তা আর বন্ধ করা যায় না– নয়না তলোয়ার।”

ছবিটি মুক্তি পেয়েছিল দশ বছর আগে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবি যেন তাঁরই আত্মকথন। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “এত বছর পর, আত্মবিশ্বাসের সঙ্গে আমি বলতেই পারি, জীবনের সেরা আনন্দগুলোর মধ্যে অন্যতম এই ছবিটি তৈরি করা। আর ভাল খারাপ মিলিয়ে এই ছবি আমায় যা দিয়েছে তা নিয়ে গর্ব করাই যায়। যখন বুড়ো হব, বয়স বাড়বে। বছরে অন্তত একবার এই ছবিটা দেখব। কারণ আমি যা ছিলাম, যেভাবে জীবনকে দেখতাম, তার একটা বড় অংশ এই ছবির মধ্যে দিয়েই আমি তুলে ধরেছি। এরকম অনেক সময় হয়েছে, কারও সঙ্গে দেখা হয়েছে, আমি ভেবেছি সে হয়তো ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আমার সঙ্গে কথা বলবে। কিন্তু দেখামাত্রই সে শুরু করেছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নিয়ে কথা বলতে।” এ তো গেল তোর ইতিবাচক দিকে, আর ট্রোলিং? তা কিছুতেই থামবার নয়।