Sara-Tripti-Animal: ‘নগ্ন’ দৃশ্যে খারাপ অডিশন সইফ-কন্যার, সারার এহেন পারফরম্যান্সে মন ভরেনি কার?

Sara In Nude Scene: রণবীর কাপুরের সঙ্গে সম্পূর্ণ নগ্ন দৃশ্যে অভিনয় করার কথা ছিল সইফ আলি খানের কন্যা সারা আলি খানের। নগ্ন দৃশ্যের অডিশন দিতে গিয়েছিলেন সারা। কিন্তু তিনি 'সিলেকটেড' হলেন না 'অ্যানিম্যাল' ছবিতে। সেই একই দৃশ্যে অডিশন দিয়ে পরিচালক এবং শুটিং ফ্লোরের অন্যান্যদের মন কেড়েছিলেন বাইরে থেকে আসা, অর্থাৎ বলিউডের 'আউটসাইডার' তৃপ্তি দিমরি।

Sara-Tripti-Animal: 'নগ্ন' দৃশ্যে খারাপ অডিশন সইফ-কন্যার, সারার এহেন পারফরম্যান্সে মন ভরেনি কার?
সারা আলি খান, (ইনসেটে তৃপ্তি দিমরি)।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 4:14 PM

রণবীর কাপুরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করার কথা ছিল সইফ আলি খানের কন্যা সারা আলি খানের। অডিশন দিতে গিয়েছিলেন সারা। কিন্তু তিনি ‘সিলেকটেড’ হলেন না ‘অ্যানিম্যাল’ ছবিতে। সেই একই দৃশ্যে অডিশন দিয়ে পরিচালক এবং শুটিং ফ্লোরের অন্যান্যদের মন কেড়েছিলেন বাইরে থেকে আসা, অর্থাৎ বলিউডের ‘আউটসাইডার’ তৃপ্তি দিমরি।

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিটি। সেই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে একটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। তৃপ্তি এর আগে অভিনয় করেছিলেন ‘বুলবুল’, ‘কালা’র মতো ছবিতেও। তাঁর অভিনয় সকলের আকর্ষণ কেড়েছিল প্রথম থেকে। খবর রয়েছে, তিনি নাকি অনুষ্কা শর্মার ভাইয়ের সঙ্গে প্রেমও করছেন। সেই তৃপ্তিকে রণবীর কাপুরের প্রেমিকার চরিত্রে ‘অ্যানিম্যাল’-এ কাস্ট করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সম্প্রতি তাঁর এবং রণবীরের নগ্ন দৃশ্য লিক করেছে ইন্টারনেটে এবং রাতারাতি ভাইরাল হয়েছে সেই দৃশ্য। বিছানার উপর উন্মুক্ত বক্ষে ডান হাত রেখে শুয়ে তৃপ্তি। তার পেটের উপর শুয়ে রণবীর। নেটিজ়েনদের মনে হয়েছে, দারুণ রোমহর্ষক দৃশ্য সেটি।

কিন্তু জানেন কি, তৃপ্তির আগে অন্য এক অভিনেত্রীর কাছে গিয়েছিল এই ছবির অফার। ‘অ্যানিম্যাল’ ছবির নায়িকা রশ্মিকা মন্দানা। তাঁকে রণবীরের স্ত্রীর চরিত্র দেখা গিয়েছে। তৃপ্তিকে দেখা গিয়েছে দ্বিতীয় নায়িকার চরিত্রে। এই দ্বিতীয় নায়িকার চরিত্রের অফার প্রথমে যায় সারা আলি খানের কাছে। উচ্ছ্বসিত সারা সেই জন্য় অডিশনে গিয়েছিলেন। জমিয়ে অডিশন দিয়েওছিলেন সইফ-কন্যা। কিন্তু তাঁর পারফর্মেন্স একেবারেই পছন্দ হয়নি সন্দীপের। তিনি ভদ্র ভাষায় নাকচ করেছিলেন সারাকে।

তারপর ডাক পান তৃপ্তি। দুর্দান্ত অডিশন দিয়েছিলেন তিনি। সন্দীপ এবং ইউনিটের অন্যান্যরা তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন। এবং বলাই বাহুল্য, চরিত্রের জন্য তাঁকেই বাছাই করা হয়েছিল। এই মুহূর্তে তৃপ্তির এবং রণবীরকে নিয়ে আলোচনা বিপুল।