কেমন আছেন দিলীপ কুমার? হাসপাতালে অভিনেতাকে দেখে এসে জানালেন পরিচালক
পরিচালক দেখা করেছিলেন দিলীপ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানুর সঙ্গেও। অন্যদিকে দিলীপ কুমারের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরও।
হাসপাতালে ভর্তি রয়েছেন দিলীপ কুমার। চলছে চিকিৎসা। শরীরে রয়েছে অক্সিজেনের ঘাটতি। কেমন আছেন তিনি? চিন্তায় গোটা দেশ। মঙ্গলবার তাঁকে দেখতে মুম্বইয়ের ওই হাসপাতালে যান পরিচালক মধুর ভান্ডারকর। মধুর জানান, আপাতত দিলীপ কুমারের অবস্থা ‘স্টেবল’। আগের থেকে ভাল আছেন তিনি। চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন।
পরিচালক দেখা করেছিলেন দিলীপ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানুর সঙ্গেও। অন্যদিকে দিলীপ কুমারের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরও। দিলীপ কুমার লতাকে আজীবন পরিচয় দিয়েছেন নিজের ছোট বোন হিসেবে। তাঁকে স্নেহও করেন তেমনটাই। অভিনেতার অসুস্থতা প্রসঙ্গে লতা মঙ্গেশকরের বক্তব্য, “বয়স্কদের জন্য এই সময় বাইরে বেরনো কেবারেই ঠিক নয়। যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকেই ওঁকে চিনি আমি। সব সময় আমার পাশে শক্ত পিলারের মতো ছিলেন, এখনও রয়েছেন।”
আরও পড়ুন-‘মনে হচ্ছে ঘাড়ের কাছে কে যেন পিন ফুটিয়ে দিয়েছে, এত ব্যথা…’
দিন কয়েক আগে মূলত শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে জল জমেছে যার। যদিও চিকিৎসকরা জানান, তিনি চিকিৎসায় যে ভাবে সাড়া দিচ্ছে সে ভাবেই যদি সাড়া দিতে থাকেন তবে আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী।