প্রযোজকের আসনে হেমা কন্যা এশা দেওল
ইশার মেয়েরা বড়় হয়েছে। তাই কেরিয়ারে নতুনভাবে মন দিচ্ছেন ইশা। তাঁর কাছে রয়েছে দারুণ কিছু ফিল্মের অফারও।
প্রযোজকের আসনে বসতে চলেছেন এশা দেওল। কিছুদিন আগের খবর। জানা যায়, অজয় দেবগণের সঙ্গে ‘রুদ্র দ্য এজ অফ ডার্কনেস’-এ কাজ করবেন এশা। পাশাপাশি প্রযোজনার দিকেও ঝুঁকেছে অভিনেত্রীর মন। ‘এক দুয়া’ ছবিটির প্রযোজকের আসনে বসেছেন এশা।
নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করছেন এশা। ছবির পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়। রামকমলের সঙ্গে আগেও কাজ করেছেন এশা। সেই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি ‘কেকওয়াক’। এই ছবিতেও একসঙ্গে কাজ করছেন তাঁরা। ছবির গল্প নারীকেন্দ্রিক। সমাজের কাছে বার্তা তুলে ধরবে।
View this post on Instagram
চল্লিশ ছুঁইছুই অভিনেত্রী দুই কন্যা সন্তানের মা। নিজের প্রেমিক ভারত তাখতানিকে বিয়ে করেছিলেন ২০১২ সালে। কিছু সময়ের বিরতি নেন। তারপর ‘কেকওয়াক’ ছবিটিকে অভিনয় করে কামব্যাক করেন। এবার প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়ে খুশি হেমার জ্যেষ্ঠ কন্যা। বলেছেন, “বিগত কয়েক বছর বাচ্চা মানুষ করতেই সময় চলে গিয়েছে। ওরা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। আমি বরাবরই সিনেমায় ফিরতে চেয়েছি। আর সেটা আমি করতে চেয়েছি খুব স্পেশাল ভাবে। আমার মেয়েরা যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, তাই আমি কেরিয়ারের দিকে একটু মন দিতে পারব। আমার কাছে দারুণ কিছু ফিল্মের অফার আছে। মনে করি ক্যামেরার সামনে আসার এটাই সবচেয়ে ভাল সময়। এমন কিছু ছবি করতে চাই, যা কেবল মনোরঞ্জন দেবে না, মানুষকে উদ্বুদ্ধ করবে। এক দুয়ার বিষয়বস্তু জানার পর খুব ভাল লাগল। অভিনয়ের পাশাপাশি ছবিটা প্রযোজনা করার জন্যও এগিয়ে এলাম।
এই সময় ক্যামেরার পিছনে আরও বেশি মহিলাদের কাজ করতে দেখে খুশি এশা। সেখানে তাঁর নামটাও যুক্ত হবে এবার। আগামীতে আরও অনেক ছবি প্রযোজনা করার কথা ভাবছেন অভিনেত্রী।
আরও পড়ুন: Viral video: প্রেমে পড়েছেন জাহ্নবী কাপুর? বিশেষ ভিডিয়ো ফাঁস হতেই গুঞ্জন শুরু !