Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral video: প্রেমে পড়েছেন জাহ্নবী কাপুর? বিশেষ ভিডিয়ো ফাঁস হতেই গুঞ্জন শুরু !

রবিবার মুম্বইয়ের এক স্টুডিয়োয় এক টক শো'র জন্য শুটে গিয়েছিলেন জাহ্নবী। বডিকন ড্রেসে নিজেকে মুড়ে স্টুডিয়োতে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজির দল, এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু...

Viral video: প্রেমে পড়েছেন জাহ্নবী কাপুর? বিশেষ ভিডিয়ো ফাঁস হতেই গুঞ্জন শুরু !
জাহ্নবী কাপুর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 5:17 PM

অনন্যা কাপুরের সঙ্গে ঈশান খট্টরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন চলতেই থাকে। অন্যদিকে সারা আলি খানের জীবনেও কখনও সুশান্ত আবার কখনও বা কার্তিকের আনাগোনার খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু জেন ওয়াই স্টারকিডদের অন্যতম জাহ্নবী কাপুরের প্রেম নিয়ে এযাবৎ বলিপাড়ায় বিশেষ গসিপ ছিল না। বিশেষত, তিনি নিজে তারকা হওয়ার পর একেবারেই নয়। কিন্তু এক ভিডিয়ো ফাঁস হতেই জাহ্নবী ও তাঁর প্রেম নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন।

রবিবার মুম্বইয়ের এক স্টুডিয়োয় এক টক শো’র জন্য শুটে গিয়েছিলেন জাহ্নবী। বডিকন ড্রেসে নিজেকে মুড়ে স্টুডিয়োতে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজির দল, এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু অন্দরমহলের ভিডিয়ো বাইরে বের হতেই গুঞ্জন শুরু। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে সোফার এক কোণে বসে মন দিয়ে কাকে যেন একমনে মেসেজ করে যাচ্ছে শ্রীদেবী কন্যা। অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে ডাকলেও তাঁর হুঁশ নেই। সঞ্চালক জাহ্নবীর উদ্দেশ্যে বলতে থাকেন, “জাহ্নবী তুমি কিন্তু রুড হয়ে যাচ্ছ। খারাপ ব্যবহার করছ। কাকে টেক্সট করে যাচ্ছ তুমি? কাকে? ওহ মাই গড।”

জাহ্নবী জবাব না দিয়েই মুখের অঙ্গভঙ্গিতেই বুঝিয়ে দেন, যাকে নিয়ে তিনি ফোনে ব্যস্ত সে অবশ্যই ‘যে সে’ নয়, বিশেষ কেউ। তবে বন্ধু না বিশেষ বন্ধু তা সাসপেন্সই রেখেছেন ‘গুঞ্জন সাক্সেনা’। এই মুহূর্তে জাহ্নবীর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। একদিকে ‘গুড লাক জেরি’, অন্যদিকে রয়েছে ‘দোস্তানা ২’-এর মতো ছবি। ওই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল জাহ্নবীর। যদিও করণ জোহরের সগ্নে মনোমালিন্যর জেরে কার্তিক আপাতত ছবিটি করছেন না।

আরও পড়ুন- রথের মেলাতেই একবার ছেলেধরা ধরে নিয়ে যাচ্ছিল আমায়, তখন মাত্র দুই: অপরাজিতা আঢ্য