Kareena Kapoor: কে আসল করিনা, ‘ভাইরাল’ যমজের খোঁজ মিলতেই শোরগোল
Viral Video: সম্প্রতি তাঁকে 'বজরঙ্গী ভাইজান' ছবির গানে নাচতে দেখা যায়। সেই গানের ভিডিয়োতেই করিনা কাপুর লুকে ধরা দিলেন তিনি।

হুবহু সেলেবদের নকল সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন উদয় হতে থাকে। কারও মুখের অবয়ব এক, কারও আবার অভিনয় দক্ষতাতে কপিপেস্ট। তবে এবার কী ঘটল করিনার সঙ্গে? নেটপাড়ায় তাঁর মতো দেখতে ভাইরাল সেলেবের অভাব নেই। এবার সেই তালিকায় নাম লেখালেন আরও এক। ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবি। ঠিক যেন যব উই মেট ছবির গীত। শাহিদ কাপুর ও করিনা কাপুর অভিনীত এই ছবি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই ছবির চরিত্র গীতকে এক ঝলকে মনে করিয়ে দিল এই ভিডিয়ো। সেলেবদের মতো দেখতে ব্যক্তিরা অধিকাংশ সময়ই তাঁদের নকল করে সকলের নজরের কেন্দ্রে আসতে চায়। এবারও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি হাজির আরও এক ভিডা। নিউ দিল্লির এই বাসিন্দাই এখন সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক চর্চিত। নাম অস্মিতা গুপ্তা।
View this post on Instagram
সম্প্রতি তাঁকে ‘বজরঙ্গী ভাইজান’ ছবির গানে নাচতে দেখা যায়। সেই গানের ভিডিয়োতেই করিনা কাপুর লুকে ধরা দিলেন তিনি। করিনার স্ট্যাইলেই ফ্রেমে বন্দি হলেন তিনি। তাঁর সেই ভঙ্গী দেখেই অবাক নেটপাড়া। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। নেটিজ়েনদের কমেন্টে ভরতে থাকে পোস্ট। কেউ লিখলেন, ‘তোমায় একেবারে করিনার মতো দেখতে’। কেউ লিখলেন, ‘এটা অসম্ভব, কীভাবে করিনার এমন কপি সম্ভব! কয়েকমুহূর্তের জন্য মনে হয়, করিনা কাপুরকেই দেখছি।’
View this post on Instagram
৫ দিন আগে পোস্ট করা এই ভিডিয়ো-তে লাইকের সংখ্যার ছুঁতে চলেছে ৫০, হাজার। সাধারণ রিলই তিনি শেয়ার করে থাকেন। মাঝে মধ্যে করিনা কাপুরের লুক ও স্টাইলে এক একটি ভিডিয়ো চোখে পড়ে তাঁর সোশ্যাল মিডিয়ায়। ইন্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর ফলোয়ারের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। তবে করিনা কাপুরের ভঙ্গী তিনি যেভাবে তুলে ধরেন, তাতে এক কথায় অনেকেই হতবাক।
