AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gadar 2: ‘গদর ২’ চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! চলল বেধড়ক মারধর

Gadar 2: বক্সঅফিসে ভালই ব্যবসা করছে 'গদর ২'। তবে এরই মধ্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। ছবিটি চলাকালীন 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

Gadar 2: 'গদর ২' চলাকালীন 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান! চলল বেধড়ক মারধর
চলল বেধড়ক মারধর
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 7:37 PM
Share

বক্সঅফিসে ভালই ব্যবসা করছে ‘গদর ২’। তবে এরই মধ্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। ছবিটি চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা সিনেমা হল জুড়ে। এখানেই শেষ নয়, অভিযুক্ত ব্যক্তিকে কিল,চড়, ঘুষি মারতেও দেখা গেল উত্তপ্ত জনতাকে। ওই ঘটনার বেশ কয়েকটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা। এখনও পর্যন্ত কারও নামে পুলিশে কোনও অভিযোগও দায়ের করা হয়নি। কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, আদপে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছিল নাকি, সে বিষয়েও জানা যায়নি। যদিও ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে। অনেকেরই মতে উচিৎ শিক্ষা দেওয়া হয়েছে। যদিও অনেকের মতে দেশপ্রেমের জিগিরে আইন হাতে তুলে কাউকে মারধর না করাই বোধহয় ভাল ছিল।

প্রসঙ্গত, বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে এই ছবিটি। তিন দিনে ওই ছবির আয় ১৩৪ কোটি ৮৮ লক্ষ টাকা। আমিশা পটেল ও সানি দেওল অভিনীত এই ছবি প্রথম দিনেউ আয় করেছিল ৪০ কোটি টাকা। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সেই আয় আরও বাড়ে, আর তৃতীয় দিনে সেই আয় হয়ে ওঠে আকাশ ছোঁয়া।