Gangubai Kathiawadi: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অজয়ের লুক এল প্রকাশ্যে

লুক শেয়ার করেছেন অজয় নিজেই। লিখেছেন, "নিজের পরিচয়ের মাধ্যমে 'চার চাঁদ' লাগাতে আসছি। আগামীকাল মুক্তি পাচ্ছে ট্রেলার।"

Gangubai Kathiawadi: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিতে অজয়ের লুক এল প্রকাশ্যে
ছবিতে অজয়ের লুক এল প্রকাশ্যে

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 03, 2022 | 9:35 PM

গাঙ্গুবাইয়ের রূপে আগেই সামনে এসেছিল আলিয়া ভাটের লুক। অবশেষে অজয়ও এলেন প্রকাশ্যে। সামনে এল ছবিতে অভিনেতার রূপ।

লুক শেয়ার করেছেন অজয় নিজেই। লিখেছেন, “নিজের পরিচয়ের মাধ্যমে ‘চার চাঁদ’ লাগাতে আসছি। আগামীকাল মুক্তি পাচ্ছে ট্রেলার।” অজয়ের লুকটি সাদামাঠা। চোখে কালো চশমা, ধূসর রঙা বেজার, মাথায় ত্রিশঙ্কু টুপি– তবে রয়েছে আলাদা এক ‘সোয়াগ’। দর্শক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। বাকিটা অবশ্য ক্রমশ প্রকাশ্য।
আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সঞ্জয় লীলা ভনসালীর পরিচালনায় এই প্রথম কাজ করছেন আলিয়া ভাট। মুম্বইয়ের কামাঠিপুরামের যৌনকর্মী গাঙ্গুবাঈয়ের লড়াই ও উত্থানের গল্পই এই ছবির উপজীব্য।

অনেকদিন ধরে শুটিং চলেছে ছবির। করোনার কারণে বারবার পিছিয়েছে মুক্তির তারিখ। সব ঠিক থাকলে ২০২০ সালের মার্চ মাসেই মুক্তি পেত ছবিটি। কিন্তু তা হয়নি। মাঝে প্যান্ডেমিক ও লকডাউন এসে যায়। ছবির শুটিং চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় ও আলিয়া। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’-এর পর ফের ভনসালীর সঙ্গে কাজ করেছেন অজয়। আবারও কি বড় পর্দায় কাজ করবে সঞ্জয়-অজয় ম্যাজিক, দোসর হবেন আলিয়া? বলবে সময়…।