AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আব্রামকে বড় করতে কতটা সাহায্য করেন শাহরুখ? গৌরি বললেন…

১৯৯১-এ বিয়ে করেন এই জুটি। ১৯৯৭-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আরিয়ানের। ২০০০-এ সুহানার জন্ম। ২০১৩-এ সরোগেসির মাধ্যমে আব্রামের জন্ম। তিন সন্তানের জন্যই পেশাদারি দায়িত্ব সামলেও যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন দম্পতি।

আব্রামকে বড় করতে কতটা সাহায্য করেন শাহরুখ? গৌরি বললেন...
শাহরুখ খান, আব্রাম এবং গৌরি খান।
| Updated on: Mar 21, 2021 | 9:08 PM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan) এবং গৌরি খান (Gauri Khan)। বলিউডের এই দম্পতি নিজের নিজের জগতে ব্যস্ত। অভিনয় নিয়ে দিনভর ব্যস্ততা থাকে শাহরুখের। গৌরি একজন পেশাদার ইন্টিরিয়র ডিজাইনরা। ফলে ক্রিয়েটিভ কাজে যুক্ত দুজনেই। কিন্তু এর মধ্যেও সন্তানের দায়িত্ব ভাগ করে নেন। আব্রামকে (abram) বড় করতে গিয়ে শাহরুখ তাঁকে কতটা সাহায্য করছেন, সেটাই সম্প্রতি প্রকাশ্যে শেয়ার করেছেন গৌরি।

গৌরির কথায়, “আরিয়ান আর সুহানা ওদের স্কুল, কলেজ নিজেরাই সামলে নিতে পারে। কিন্তু আব্রাম ছোট। ওর এখনও সময় লাগবে। আমি এবং শাহরুখ আব্রামকে যথেষ্ট সময় দিই। ইনফ্যাক্ট শাহরুখ বাবা হিসেবে অনেকটা সামলে দেয় বলেই আমি নিজের কাজে মন দিতে পারি।”

১৯৯১-এ বিয়ে করেন এই জুটি। ১৯৯৭-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আরিয়ানের। ২০০০-এ সুহানার জন্ম। ২০১৩-এ সরোগেসির মাধ্যমে আব্রামের জন্ম। তিন সন্তানের জন্যই পেশাদারি দায়িত্ব সামলেও যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন দম্পতি।

আরও পড়ুন, কলকাতায় বিয়ে হরমনের, দেখুন ছবি ও ভিডিয়ো

গৌরি আদ্যন্ত ক্রিয়েটিভ মানুষ। মুম্বইয়ের মন্নত অথবা দিল্লির বাংলো সাজিয়েছেন নিজের হাতে। বলিউড এবং তার বাইরেও কাঁর প্রচুর ক্লায়েন্ট। কাজ এবং সংসার একজন মেয়ের পক্ষে তখনই সামলানো সহজ হয়, যখন তাঁর পাশে পরিবার থাকে। গৌরি জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যরা সকলেই অত্যন্ত সাপোর্ট করেন। তাঁর কাজকে তাঁরা সম্মান করেন। সে কারণেই সংসার এবং সন্তানদের সামলেও নিজের কাজ চালিয়ে যেতে পারছেন। আর এই বিষয়ে শাহরুখের সাহায্যের কথা বার বার উল্লেখ করেছেন তিনি। সব রকম ব্যস্ততার পরেও আব্রামকে সময় দেওয়া শাহরুখের দৈনন্দিনের রুটিন। এটুকু সাহায্য সব মহিলাদেরই প্রাপ্য বলে মনে করেন গৌরি।