কাবুলে হেমা মালিনী! ভিডিয়ো ভাইরাল নেট দুনিয়ায়
গত রবিবারই আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। রাজধানী কাবুলে এখন তালিবানি নিশান। সরকারি দফতর থেকে বিনোদন পার্ক, সর্বত্রই তালিব-রাজ। এদিকে তালিবানের হাতে দেশ দখলের খবর মিলতেই আফগানিস্তান ছেড়ে পালানোর হিড়িক পড়ে।
দেশের দখল নিয়েছে তালিবান। পালিয়ে গিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রীও। এরই মধ্যে এক পুরনো ভিডিয়ো ভাইরাল হল নেট দুনিয়ায়। সেই সময়ের ভিডিয়ো যে সময় পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল না। সেই সময়ের ভিডিয়ো যে সময় তালিবানী আগ্রাসন থেকে মুক্তি পেতে দেশ ছেড়ে পালাতে হয়নি আবাল-বৃদ্ধ-বণিতাকে।
ভিডিয়োটি ৭০ দশকের। এক ছবির শুটের জন্য সেখানে গিয়েছিলেন ড্রিম গার্ল। সঙ্গী হয়েছিলেন ফিরোজ খান। ছবির নাম ধর্মাত্মা। ভিডিয়োতে দেখা যাচ্ছে বিমানবন্দরে স্থানীয়দের সঙ্গে করমর্দন করছেন হেমা ও ধর্মাত্মা টিমের অন্যান্যরা। হেমা পরেছিলেন সিফন শাড়ি, চোখে রোদ চশমায় তিনি যেন স্টাইল আইকন। অন্যদিকে ফিরোজ খান পরেছিলেন সেমি-ফরম্যাল স্যুট। ওঁদের দেখতে কাবুল বিমানবন্দরে ভিড় হয়েছিল প্রচুর তা জানান দিচ্ছে ওই ভিডিয়োই। ভিডিয়োতে দেখা গিয়েছে ড্যানি ডেনজংপাকেও।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে কাবুলের শুটের অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন হেমা। বলেছিলেন, “কাবুল বিমানবন্দরে নেমে পাশেই এক হোটেলে ছিলাম আমরা। খুব ভাল অভিজ্ঞতা হয়েছিল আমাদের।” হেমার মা জয়া চক্রবর্তীও কাবুলে মেয়ের সঙ্গে গিয়েছিলেন। যদিও এখন সবটা আলাদা। চারিদিকে শুধুই কান্নার স্তব্ধ। শুধু কাবুল কেন, গোটা আফগানিস্তান আজ অশান্ত।
View this post on Instagram
গত রবিবারই আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। রাজধানী কাবুলে এখন তালিবানি নিশান। সরকারি দফতর থেকে বিনোদন পার্ক, সর্বত্রই তালিব-রাজ। এদিকে তালিবানের হাতে দেশ দখলের খবর মিলতেই আফগানিস্তান ছেড়ে পালানোর হিড়িক পড়ে। সূত্রের খবর, আফগানিস্তানে প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানিও এ ভাবেই পালিয়ে যান। তাঁর দেখানো পথেই দেশ ছাড়ছিলেন ঘানি ঘনিষ্ঠ সেনাকর্তারা।
সোমবারই প্রথম দফায় কাবুল থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৪৫ জন ভারতীয়কে। তবে এই কাজটি খুব একটা সহজ ছিল না। বিমানবন্দরে আসার পথেই তালিবান সমর্থকদের বাধার মুখে পড়তে হয় তাদের। এমনকি বিমানবন্দরে প্রবেশ করার আগেই তাদের হাত থেকে ব্যাগগুলিও ছিনিয়ে নেওয়া হয়। আরও বেশি ভারতীয়কে উদ্ধার করে আনার পরিকল্পনা থাকলেও কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা তৈরি হয়। সেই কারণে অল্প সংখ্যক ভারতীয়কে নিয়েই দেশে ফিরে আসতে হয় প্রথম বিমানটিকে। তালিবানদের বিমানবন্দর দখলের চেষ্টায় আটকে পড়ে দ্বিতীয় বিমানটিও। মঙ্গলবার সকালে ফের বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে বলে জানানোর পরই ১২০ জন ভারতীয়দের নিয়ে ফিরছে বিমানটি। ভারতের রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য় কর্মীরাও ফিরছেন বলে জানা গিয়েছে। কেবল ভারতীয়রাই নয়, দূতাবাসে যারা অনুবাদক বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত আফগান নাগরিকদেরও ভারতে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- কার ঘরে ঢুকতে না পেরে ভরদুপুরে স্পাইডারম্যান সেজে ধর্নায় বসলেন রাখী সাওয়ান্ত?
আরও পড়ুন- দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সে এল, বিয়ে নিয়ে আপডেট দিলেন অঙ্কুশ