Aashiqui 3: শ্রদ্ধা নয়, ‘আশিকি ৩’তে কার্তিকের বিপরীতে বলিউডের কোন অভিনেত্রী?

Aashiqui 3:১৯৯০ সালে মুক্তি পেয়েছে আশিকির প্রথম ভাগ। ছবিতে ছিলেন অন্নু আগরওয়াল ও রাহুল রায়। ছবি সুপারহিট হয়েছিল। আর ছবির গান? সে তো রীতিমতো বাম্পার হিট।

Aashiqui 3: শ্রদ্ধা নয়, 'আশিকি ৩'তে কার্তিকের বিপরীতে বলিউডের কোন অভিনেত্রী?
কে থাকছেন কার্তিকের বিপরীতে?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 4:37 PM

প্রজন্মের পর প্রজন্ম জুড়ে ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। বলিউড-বাফেদের কাছে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজি যেন অনেকটা হলিউডের হাইস্কুল ড্রামার মতো। গতকাল অর্থাৎ সোমবারই ঘোষণা হয়েছে পর্দায় আসছে ওই ছবির তৃতীয় পর্ব। মুখ্য ভূমিকায় কার্তিক আরিয়ান, এ যুগের হার্টথ্রব। পরিচালক অনুরাগ বসু। প্রশ্ন, কার্তিকের বিপরীতে কোন নায়িকা? রাহুল রায়-অন্নু আগরওয়াল অথবা শ্রদ্ধা কাপুর-আদিত্য রায় কাপুর… আশিকির আগের দুই প্রিক্যুয়ালে যে মাইলস্টোন রচিত হয়েছে তা ধরে রাখতে পারবেন কে?

এই প্রশ্নই যখন বলিউডে ঘুরপাক খাচ্ছে তখন সামনে এল এক নতুন খবর। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আশিকি ৩-এর জন্য নাকি ইতিমধ্যেই ভাবা হয়েছে এক নায়িকাকে। না, তিনি বলিউডের কোনও স্টারকিড নন, এমনকি বলিউডে তাঁর ছবির সংখ্যাও নেই বললেই চলে। তবে টেলিভিশনের তিনি রানি। একদা জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গ্যায়ে’তে তাঁকে দেখা গিয়েছিল ডাক্তার রিদ্ধিমার ভূমিকায়। এবার বুঝতে পারছেন কে তিনি? তিনি জেনিফার উইঙ্গেট। বিপাশা বসুর বর্তমান স্বামী করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রীও বটে। শোনা যাচ্ছে, নতুন ছবিতে কার্তিক ও তাঁকেই একসঙ্গে কাস্ট করার কথা ভাবছেন নির্মাতারা।

যদিও পরিচালক অনুরাগ বসু বলছেন অন্য কথা। এক সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অনুরাগ বলেন, “আমি শুনেছি এরকমটা রটেছে। যদিও আমরা সবাই ছবিটিকে নিয়ে প্রাথমিক পর্যায়ে রয়েছি। ছবির নানা দিক নিয়ে আলাপ আলোচনা চলছে। কাস্টিং কিছুদিন পরে ঠিক করা হবে”। মুখে যাই বলুন না কেন বলিউডে রটনায় আপাতত এগিয়ে জেনিফারই। তবে বলিউডে কখন যে সমীকরণ বদলে যায় তা সত্যি বোঝা মুশকিল।

১৯৯০ সালে মুক্তি পেয়েছে আশিকির প্রথম ভাগ। ছবিতে ছিলেন অন্নু আগরওয়াল ও রাহুল রায়। ছবি সুপারহিট হয়েছিল। আর ছবির গান? সে তো রীতিমতো বাম্পার হিট। ওই ছবির লিগাসি ধরে রেখেই ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি ২’। ছবিতে ডেবিউ করেছিলেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। সেই ছবি ও ছবির গান– দুইই হিট হয়েছিল। শোনা যায় ছবির সূত্রেই নাকি কাছাকাছি আসেন শ্রদ্ধা ও আদিত্যও। কার্তিকের আশিকিতে কে নায়িকা– তা জানতেই এখন উদগ্রীব সিনেপ্রেমীরা।