Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Drug Case: ‘অসম্ভব, আমার মনে হয় না ওঁর কাছে মাদকদ্রব্য ছিল’, গর্জে উঠলেন শক্তি কাপুর

Bollywood Drug Case: এবার মাদক-কাণ্ডে ফের বলিউডের নাম শিরোনামে উঠে এল। সোমবার (১৩.০৬.২০২২) মাদক-কাণ্ডে আটক করা হয়েছে শক্তিপুত্র সিদ্ধান্তকে। এই নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা স্বয়ং শক্তি। কী বলেছেন তিনি দেখুন:

Bollywood Drug Case: 'অসম্ভব, আমার মনে হয় না ওঁর কাছে মাদকদ্রব্য ছিল', গর্জে উঠলেন শক্তি কাপুর
শক্তি কাপুর ও তাঁর পুত্র সিদ্ধান্ত কাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2022 | 2:52 PM

বেঙ্গালুরুর একটি হোটেল থেকে মাদক-কাণ্ডে আটক হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের সন্তান। তিনি শক্তির পুত্র সিদ্ধান্ত কাপুর। গত বছর মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তাঁকে প্রায় এক মাস মুম্বইয়ের আর্থার রোডের জেলে কাটাতে হয়েছিল। বহু চেষ্টার পর জামিনে মুক্ত হয়েছিলেন আরিয়ান। এবার মাদক-কাণ্ডে ফের বলিউডের নাম শিরোনামে উঠে এল। সোমবার (১৩.০৬.২০২২) মাদক-কাণ্ডে আটক করা হয়েছে শক্তিপুত্র সিদ্ধান্তকে। এই নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা স্বয়ং শক্তি। কী বলেছেন তিনি দেখুন:

ছেলে মাদক-কাণ্ডে আটক। বিশ্বাসই করতে পারছেন না শক্তি কাপুর। তিনি বলেছেন, “এটা হতে পারে না। অসম্ভব!”

এক সংবাদমাধ্যমকে শক্তি ইতিমধ্যেই জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া। তিনি বলেছেন, “আমি কিছুই জানি না। ঘুম থেকে উঠে জানতে পারি বিষয়টা। আমার ফোন বেজে যাচ্ছিল ক্রমাগত। ওকে কিন্তু গ্রেফতার করা হয়নি। আটক করা হয়েছে। বলা হচ্ছে আমার ছেলে নাকি মাদক সেবন করেছে। আমার মনে হয় না ওঁর কাছে মাদকদ্রব্য ছিল। অনেক ভুলভাল খবর বেরিয়েছে এই অল্প সময়ে। সেটা আমাদের আরও বেশি বিচলিত করে দিচ্ছে।”

বেঙ্গালুরুর পার্ক হোটেলে হানা দেয় পুলিশ। ৩৫জন অতিথির পরীক্ষা করা হয়। পরীক্ষা হয় সিদ্ধান্তেরও। জানা যায়, মাদক সেবন করেছিলেন সিদ্ধান্ত।

সিদ্ধান্তের বয়স এখন ৩৭। একটি পার্টিতে ডিজে হিসেবে এসেছিলেন তিনি। তিনি অভিনয়ও করেন। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। ‘শুট আউট অ্যাট ওয়াডালা’, ‘হাসিনা পার্কার’, ‘জজ়বা’র মতো ছবি অভিনয় করেছেন তিনি। ২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় ফেঁসেছিলেন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী। তখন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছিল নার্কোটিক্স কনট্রোল ব্যুরো (NCB)।