বরুণ ধাওয়ানের জীবনে নতুন সঙ্গী জয়ী
জয়ীকে কেবল পোষ্য বলতে নারাজ বরুণ। তার প্রতিপালনের মধ্যে পিতৃত্বের স্বাদ পেতে চাইছেন অভিনেতা।
ধাওয়ান পরিবারে এক নতুন সদস্য এসেছে। তাকে নিজের সন্তান বলছেন বরুণ ধাওয়ান। তাকে নিয়েই দিনরাত কাটছে বরুণের। সে আর কেউ নয়, বরুণের নতুন পোষ্য জয়ী। একরত্তি বিগেল প্রজাতির কুকুর ছানা।
View this post on Instagram
জয়ীকে কেবল পোষ্য বলতে নারাজ বরুণ। তার প্রতিপালনের মধ্যে পিতৃত্বের স্বাদ পেতে চাইছেন বরুণ। তাকে পেয়ে বাকি সব ভুলেছেন। জয়ীর সঙ্গে তার বন্ধুত্বকে প্রতিমুহূর্ত উপভোগ করছেন অভিনেতা।
জয়ীর সঙ্গে কিছু ভিডিয়ো বরুণ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও তার সঙ্গে খেলছেন, কখনও কথা বলছেন। কখনও তাকে দু’হাতে জড়িয়ে ধরছেন। এমনকী, জিমেও জয়ীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বরুণ। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “ফ্রেন্ডশিপ গোলস, এভাবেই এখন আমি আমার সময় কাটাচ্ছি”।
সম্প্রতি ‘ভেড়িয়া’ ছবির শুটিং শেষ করেছেন বরুণ। ছবিতে এক ভয়ানক পশুর চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী বছর সিনেমা হলে মুক্তি পাবে সেই ছবি। কিছুদিন পর ‘যুগ যুগ জিও’ ছবির শুটিংও শুরু করবেন অভিনেতা।
আরও পড়ুন: লন্ডনে করোনা টিকা নিয়ে অসুস্থ পরিণীতি চোপড়া