Hrithik-Saba-Imaad: এবার সাবা ও তাঁর প্রাক্তনের জন্য চিয়ার করলেন হৃত্বিকও!

Hrithik-Saba-Couple Goals: একেই বলে পাশে থাকা। প্রেমিকা ও তাঁর প্রাক্তন একসঙ্গে কনসার্ট করছেন। হিংসে না করে বরং চিয়ার করলেন হৃত্বিক।

Hrithik-Saba-Imaad: এবার সাবা ও তাঁর প্রাক্তনের জন্য চিয়ার করলেন হৃত্বিকও!
হৃত্বিক, সাবা এবং ইমাদ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 1:40 PM

সাবা আজ়াদকে ডেট করছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। তাই নিয়ে শিরোনাম লেখা হচ্ছে। মুম্বইয়ের ক্যাফেতে, রেস্তরাঁয় প্রায়সই পাপারাৎজ়ির সামনে চলে আসছেন হৃত্বিক ও তাঁর ‘লেডি লাভ’। জানান দিচ্ছেন প্রেমের উজ্জ্বল উপস্থিতি! ডেটিংয়ের ১ মাসের মধ্যে গোয়া থেকেও ঘুরে এসেছেন হৃত্বিক-সাবা। অনেকেই জানেন, সাবার সঙ্গে সম্পর্ক ছিল নাসিরউদ্দিন শাহের পুত্র ইমাদের। আর সুজ়ান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছেন হৃত্বিকেরও। কিন্তু তাঁরা কেউই তিক্ত নন একে অপরের প্রতি। সকলেই সুসম্পর্ক বজায় রেখেছেন। হৃত্বিক-সাবার সম্পর্ক ফাঁস হওয়ার কয়েকদিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে বাহবা দিয়েছিলেন সুজ়ন নিজে। এবার সাবা-ইমাদের আসন্ন কনসার্টের জন্য চিয়ার করলেন হৃত্বিকও। পোস্টে সাবা-ইমাদের ছবি শেয়ার করে হৃত্বিক বলেছেন, “কিল ইট, ইউ গাইজ়!” হৃত্বিকই জানিয়েছেন, পুনেতে আয়োজিত হচ্ছে সেই কনসার্ট। অংশ নিচ্ছেন সাবা-ইমাদ!

কেবল ক্যাফে-রেস্তরাঁ-গোয়ার রিসর্টে নয়, হৃত্বিকের পরিবারের সঙ্গেও মিশে গিয়েছেন সাবা। হৃত্বিকের কাকা রাজেশের শেয়ার করা পারিবারিক মধ্যাহ্নভোজের ছবিতেও দাঁত বের করে হাসতে দেখা গিয়েছে সাবাকে। ‘আমি রোশন পরিবারে স্বাগত’, জানান দিয়েছে সাবার সেই ‘৩২ অল আউট’ হাসি।

সাবা যে কেবল রোশন পরিবারের প্রিয় পাত্রী নন, তিনি যে প্রিয় হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজ়ানেরও, জানা গিয়েছে প্রাক্তনীর পোস্ট থেকেও। মুম্বইয়ে সাবার একটি পারফরম্যান্স দেখে সুজ়ান তাঁর পোস্টে লিখেছিলেন, “অসাধারণ সন্ধ্যা কাটিয়েছি। তুমি সুপার কুল। তুমি অসম্ভব প্রতিভাময়ী।” সুজ়ানকে ধন্যবাদ জানিয়ে সাবা লিখেছিলেন, “থ্যাঙ্কস মাই সুজ়ি! আমি খুবই খুশি হয়েছি তুমি গতরাতে আমার শো দেখতে এসেছিলে।”

আরও পড়ুন: Natalia Kozhenova: ‘দেশে বাবা-মায়ের কিছু হয়ে গেলে আমি অনাথ হয়ে যাব’, বলেছেন বলিউডের ইউক্রেন-কন্যা নাতালিয়া

আরও পড়ুন: Madhuri Dixit: আমি তারকা বলে সেটার আলাদা গুরুত্ব নেই আমার কাছে: মাধুরী দীক্ষিত

আরও পড়ুন: Kiara Advani-Shahid Kapoor: কবীর ‘শাহিদ’ সিংয়ের কাছে ফিরে যেতে চান কিয়ারা, কারণ হিসেবে কী খুঁজছেন নায়িকা?