Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonali-Aamir: কেরিয়ারে ফিরে দেখলে কী নিয়ে আজও আক্ষেপ রয়ে গিয়েছে সোনালি বেন্দ্রের?

Sonali-Aamir: ইন্ডাস্ট্রিতে আমির খানের আর এক নাম মিস্টার পারফেকশনিস্ট। তাঁর কাছ থেকে অনেক কিছুই শেখার। তিনি নিজেকে যেভাবে ভাঙতে গড়তে পারেন, খুব কম বলিউড তারকাই তা করতে পারেন।

Sonali-Aamir: কেরিয়ারে ফিরে দেখলে কী নিয়ে আজও আক্ষেপ রয়ে গিয়েছে সোনালি বেন্দ্রের?
'সরফরোশ' ছবির দৃশ্য
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2022 | 6:17 PM

সোনালি বেন্দ্রে (Sonali Bendre) কঠিন ক্যান্সার রোগকে হারিয়ে ফিরে এসেছেন নিজের নিয়মিত জীবনে। সদ্য দ্য ব্রোকেন নিউজ সিরিজে তিনি ডেবিউ করলেন ডিজিটাল প্ল্যাটফর্মে। নতুন সিরিজের প্রচারে তিনি ফিরে দেখলেন কেরিয়ারের শুরু দিকে। জানালেন, পিছনে ফিরে দেখলে কয়েকটি বিষয়ে আজও আক্ষেপ রয়েছে গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি আক্ষেপ আমির খানের (Aamir Khan) থেকে কিছু শিখতে না পারা। ঘটনা কী?  ১৯৯৯ সালে আমির এবং সোনালি একসঙ্গে অভিনয় করেন সরফরোশ ছবিতে। জন ম্যাথিউ ম্যাথান পরিচালিত এই ছবিতে এসিপি অজয় সিং রাঠোরের চরিত্রে অভিনয় করেন আমির। তাঁর প্রেমিকা সীমার চরিত্রে অভিনয় করেছিলেন সোনালি। এই ছবিতে তাঁদের সঙ্গে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ এবং মুকেশ ঋষি।

ইন্ডাস্ট্রিতে আমির খানের আর এক নাম মিস্টার পারফেকশনিস্ট। তাঁর কাছ থেকে অনেক কিছুই শেখার। তিনি নিজেকে যেভাবে ভাঙতে গড়তে পারেন, খুব কম বলিউড তারকাই তা করতে পারেন। একটা ছবির জন্য যা যা করা দরকার, সব করেন। তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। এটা প্রায় সবাই বলে থাকেন। সোনালিরও একই বক্তব্য। কিন্তু যখন তিনি আমিরের সঙ্গে কাজ করেছিলেন, তখন তাঁর বয়স ছিল খুব কম। তিনি নিজেই বিষয় উল্লেধ করে বলেন, “আমির সিনেমার শুটিংয়ের সময় যা যা করতেন দেখেছি, বেশ উপভোগও করেছি। কিন্তু তাঁর কাছ থেকে সেগুলো দেখে যে শেখা উচিত, সেটা মাথায় আসেন। আসলে সেই সময় বয়স কম থাকায়, পরিণত ছিলাম না। যার ফলে অনেক কিছু শেখার জিনিস সামনে থাকতেও শিখে উঠতে পারিনি”।

সোনালির মতে, প্রত্যেক শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে কিছু না কিছু শেখা যায়। সেখান থেকে গ্রহণ করতে হয়। কিন্তু পরিণত না হওয়া কারণে তিনি সেগুলো করতে না। ফলে পিছনে ফিরে দেখলে আক্ষেপ হয়, কেন সেগুলো করেননি। বিশেষ করে আমিরকে কাছ থেকে দেখেও কিছু শিখতে না পারাটা বড় মাত্রায় ভুল।

প্রথম ওটিটি সিরিজে সোনালি গুরুত্ব ইন্টারেস্টিং চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের মধ্যে যেমন রয়েছে একটি সতেজভাব, আবার রয়েছে ধূসরও। একেবারে অন্য ধরনের চরিত্রে কাজ করেছেন এখানে। ১০ জুন থেকে দেখা যাচ্ছে সিরিজ। তিনি ছাড়াও এতে রয়েছেন  জয়দীপ আহলাওয়াত এবং শ্রিয়া পিলগাঁওকর।