Shahrukh-Juhi: একসঙ্গে কাজ করার জন্য শাহরুখের কাছে কাতর আর্জি জুহির, তারপর…
Bollywood Tales: সহ-অভিনেতার পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকদিনের বন্ধু শাহরুখ-জুহি। কিন্তু মনের কথা নিজে মুখে বলতে পারলেন না 'ক-ক-ক-কিরণ'।
৯০ দশকের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও জুহি চাওলা। সেই ‘ডর’ থেকে যাত্রা শুরু করেছেন দুই তারকা। ‘ডর’-এ সেই অর্থে জুটি না হলেও পরবর্তীতে ‘রাজু বন গায়া জেন্টলম্যান’, ‘ইয়েস বস’, ‘ওয়ান টু কা ফোর’, ‘ডুপ্লিকেট’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানী’, ‘ভূতনাথ’-এও অভিনয় করেছেন একসঙ্গে। শাহরুখের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জ়িরো’তেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন জুহি। মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান যখন গ্রেফতার হলেন, তাঁর জামিন করানোর নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন জুহি। শাহরুখ ও তাঁর পরিবারের খুবই আপন মানুষ তিনি। সহ-অভিনেতার পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকদিনের বন্ধু শাহরুখ-জুহি। তাঁদের নাকি আরও একবার অভিনয় করতে দেখবেন দর্শক। তেমনটাই আভাস দিয়েছেন জুহি নিজে।
একটি সাক্ষাৎকারে জুহি বলেছেন, “শাহরুখের সঙ্গে ফের অভিনয় করতে চাই। সেটা যেন হয়, সেই কামনাই করি।” সাংবাদিককে জুহি বলেন, এই প্রশ্ন যেন শাহরুখকেও করা হয়। তাঁকে যেন জুহির সঙ্গে কাজ করার অনুরোধও করা হয়।
প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের শেষ ও অসমাপ্ত ছবি ‘শর্মাজি নমকিন’-এ অভিনয় করেছেন জুহি চাওলা। ঋষির অসমাপ্ত কাজের সমাপ্তি ঘটিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। ভারতীয় সিনেমার ইতিহাসে এটাই বোধহয় প্রথম ছবি, যেখানে দুই অভিনেতাকে একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
অন্যদিকে শাহরুখ খানের পরবর্তী ছবি ‘পাঠান’-এর মুক্তির অপেক্ষায় আছেন তারকার অনুরাগীরা। টিজ়ারও বেরিয়েছে। কিন্তু সেখানে আবছা দেখা গিয়েছে শাহরুখকে। দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিতেও অভিনয় করছেন কিং খান।
আরও পড়ুন: Exclusive Mimoh: দশটা জন্ম নিলেও বাবার জায়গায় পৌঁছতে পারব না: মিঠুন-পুত্র মিমো